সময়ের আগেই রাজ্যে পালাবদলের দাবি করলেন অগ্নিমিত্রা পাল কলকাতা, 6 এপ্রিল: "যেভাবে হোক বিজেপিকে আটকাও ৷ তাই পুলিশ শুধু বিজেপিকে আটকাচ্ছে ৷ কারণ, মুখ্যমন্ত্রী জানেন তাঁর আসন টলোমলো ৷ বললাম না ? ছাব্বিশ বা ছাব্বিশের আগেই বিজেপির মুখ্যমন্ত্রী ত্রিপুরায় যাবেন ! ডা. মানিক সাহা তাঁকে সংবর্ধনা দেবেন !" বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ! প্রশ্ন হল, এর অর্থ কী ? তাহলে কি অগ্নিমিত্রা বলতে চাইছেন, মেয়াদ পূরণের আগেই পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ? বিজেপির এই নেত্রী অন্তত এমনটাই দাবি করছেন ! পাশাপাশি, হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখতে রাজ্যের সাংবিধানিক প্রধানকে যেভাবে শহরের রাজপথ থেকে অলিগলি ঘুরে বেড়াতে হল, তার জন্যও লজ্জা প্রকাশ করেছেন অগ্নিমিত্রা ৷
উল্লেখ্য, এর আগে রামনবমীর শোভাযাত্রা ঘিরে রাজ্যের একাধিক জায়গায় অশান্তি ছড়ায় ৷ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত ৷ এরপর আদালতের নির্দেশেই হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখতে পুলিশের সঙ্গে রাজ্য়ের নানা প্রান্তে মোতায়েন করা হয় আধাসেনা ! ওয়াকিবহাল মহল বলছে, বাংলার ইতিহাসে বাহিনীর পাহারায় ধর্মীয় অনুষ্ঠান পালনের এমন ঘটনা নজিরবিহীন ! উপরন্তু, রাজ্যপাল তথা রাজ্যের সাংবিধানিক প্রধান সি ভি আনন্দ বোসকেও এদিন রাস্তায় নামতে দেখা যায় ৷ এমন ঘটনাও অতীতে কখনও ঘটেছে বলে মনে করতে পারছে না সংশ্লিষ্ট মহল ৷
এদিন আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে এ নিয়েই সরব হন অগ্নিমিত্রা ৷ তিনি মনে করেন, রাজ্যের এই পরিস্থিতি অত্যন্ত লজ্জার ৷ এবং এর জন্য মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দায়ী করেন তিনি ৷ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন বিজেপি নেত্রী ৷ আর সেই প্রসঙ্গেই অগ্নিমিত্রা দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় বিজেপিকে ভয় পাচ্ছেন ! তাই পুলিশ দিয়ে সর্বত্র বিজেপিকে আটকানো হচ্ছে ! অগ্নিমিত্রার যুক্তি, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আসন টলমলো ৷ আর সেই কারণেই তোষণের রাজনীতি করছেন তিনি ৷ কিন্তু, তাতেও কোনও লাভ হবে না ৷ বরং, সময়ের আগেই বাংলায় আবারও পালাবদল হবে এবং মমতাকে সরিয়ে মুখ্যমন্ত্রী হবেন বিজেপির কোনও প্রতিনিধি !
আরও পড়ুন:শীর্ষ আদালতে ধাক্কা শুভেন্দুর, 'দেউলিয়া' বলে কটাক্ষ কুণালের
এদিকে, সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ অগ্নিমিত্রার গলায় তা নিয়েও আতঙ্কের সুর শোনা যায় ৷ তাঁর আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করানো না হলে বাংলা আবারও অশান্ত হয়ে উঠবে ! তাই মানুষের স্বার্থেই রাজ্যের বিরোধী দলনেতা বারবার আদালতের দ্বারস্থ হচ্ছেন ৷ যাতে নির্বিঘ্নে পঞ্চায়েত নির্বাচন করানো যায় ৷ প্রসঙ্গত, এদিনই শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷ যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল শিবির ৷