কলকাতা, 6 মে:এবার মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীদের মঞ্চে ভাঙন ধরেছে কিনা সেই প্রশ্নই উঠে গিয়েছে । ধরনা মঞ্চের 100 দিন উপলক্ষে শনিবার অর্থাৎ 6 মে একটি মহামিছিলের ডাক দিয়েছে শহিদ মিনারে অবস্থানরত আন্দোলনকারী সরকারি কর্মীরা । কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তাঁদের মিছিলের রুট হাজরা রোড থেকে শুরু হবে ৷ হরিশ মুখার্জি রোড হয়ে আবার হাজরা রোডে মিছিল ফিরে আসবে । সেখানে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে । তবে এই মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ডাক দিলেও সংগঠনের বহু সদস্যরা তাতে যোগ দিচ্ছেন না । ফলে যৌথ মঞ্চের ভাঙন নিয়ে প্রশ্ন উঠছে ।
মহার্ঘ্য ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে যুক্ত হয়েছিলেন বেশ কিছু সংগঠন । তবে এবার যৌথ মঞ্চের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন তাঁদের মধ্যে থেকেই আটটি সংগঠন । তার মধ্যে রয়েছে নার্সেস কমিটি, বঙ্গীয় শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সংগঠন-সহ আরও কিছু । শুক্রবার সাংবাদিক বৈঠক করে নিজেদের কথা জানিয়ে দেন তাঁরা । এমনকী ওই সংগঠনগুলির দাবি, তাঁদের অনুমতি না-নিয়েই এই মিছিল আয়োজনের জন্য 12 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে । মিছিলে যাতে কোনও সমস্যা না হয়, তা নজরে রাখবেন তাঁরা ।
এই বিষয় নার্সেস কমিটির পক্ষ থেকে ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "ওই রুটে বেশ কিছু ভিআইপি থাকেন । ফলে মিছিল চলাকালীন বাইরে থেকে অশান্তির চেষ্টা করা হতে পারে । হাইকোর্টও তা আন্দাজ করতে পেরেছে । তখন তার দায়ভার আসবে এই 12 জনের উপর । আমাদের অনুমতি ছাড়াই তাঁদের নাম দেওয়া হয়েছে ওই তালিকায় । আমাদের অন্ধকারে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদি আগামিদিনেও একই জিনিস হয় তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন মুখ থুবড়ে পড়বে ।"