কলকাতা, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতায় আজ প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিভিন্ন ছাত্র সংগঠন ৷ মিছিলটি চলে শহীদ মিনার থেকে মহাজাতি সদন পর্যন্ত ৷ BJP রাজ্য দপ্তরের সামনে এই মিছিল আসতেই পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষ বাধে ৷ অভিযোগ, ব্যারিকেড ভেঙে BJP-র কার্যালয়ে হামলার চেষ্টা করে ৷ তখন বাধা দেয় পুলিশ ৷
BJP-র রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ ছাত্র সংগঠনের, জমায়েত যুব মোর্চার - CAA
BJP-র রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিভিন্ন ছাত্র সংগঠন ৷ পালটা তাদের প্রতিবাদে জমায়েত করে যুব মোর্চার সদস্যরা ৷ নাগরিক সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতায় ছাত্র সংগঠনের আজকের এই প্রতিবাদ মিছিল ৷
অন্যদিকে, BJP-র রাজ্য দপ্তরের সামনে জমায়েত করে যুব মোর্চার সদস্যরা ৷ যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাসের নেতৃত্বে এই জমায়েত ৷ নরেন্দ্র মোদি ও অমিত শাহর বিরুদ্ধে ছাত্রছাত্রীদের স্লোগানের পালটা স্লোগান দেয় যুব মোর্চার সদস্যরা ৷
ছাত্রছাত্রীদের মূল দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জি প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে ৷ এই কালা আইন যতদিন না পর্যন্ত প্রত্যাহার করা হবে, ততদিন এভাবেই আন্দোলন চলবে ৷ BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্য দপ্তরের সামনে প্রতিবাদ করলেই কি নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার হয়ে যাবে ? ছাত্রছাত্রীরা একটা ভুল আন্দোলনে শামিল হয়েছেন ৷"