কলকাতা, 12 অগাস্ট : জ্বালানি তেলের দামের উপর নিয়ন্ত্রণ, সুদ বিহীন মোরেটরিয়াম মেয়াদের মতো একাধিক দাবি নিয়ে আজ পথে নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল বাস এন্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন ।
গতকাল সংগঠনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "কোভিড-19 আনলক ফেজ়েও বাস ও মিনিবাস চালাতে গিয়ে মালিকরা ভীষণ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে । দীর্ঘদিন লকডাউন চলার পর এই শিল্পের রুগ্নতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সুদ বিহীন মোরেটরিয়াম মেয়াদ, ইন্সুরেন্স সার্টিফিকেটের 6 মাস মেয়াদ বৃদ্ধি, ডিজ়েলের দাম কমানো, রাজ্যের যাত্রী পরিবহন শিল্পের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা ও আমফানে ক্ষতিগ্রস্ত বাস ও মিনিবাসের ক্ষতিপূরণের দাবিতে গত 26 জুন রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে প্রার্থনা করি । কিন্তু কোনও সদুত্তর মেলেনি ।"