পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JUTA Agitation: রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের আবহে যাদবপুরে স্থায়ী উপাচার্য চেয়ে অবস্থানে জুটা - Juta want permanent vc in jadavpur university

স্থায়ী উপাচার্য চাই ৷ এই দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ আন্দোলনে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংঘঠন তথা জুটা ৷

Etv Bharat
জুটার বিক্ষোভ আন্দোলন

By

Published : Jun 22, 2023, 7:59 AM IST

কলকাতা, 22 জুন: রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের বেতন দেওয়া নিয়ে তীব্র সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সম্প্রতি । আর এই সংঘাত সংকীর্ণ রাজনীতির স্বার্থে বলে উল্লেখ করে যাদবপুরে বাম অধ্যাপক সংগঠন স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি তুলল । যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে বুধবার এই দাবির সঙ্গে আরও একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ সামিল হলেন শতাধিক অধ্যাপক ।

এদিন এই অবস্থান বিক্ষোভ থেকে জুটার দাবি, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে শিক্ষক-সহ সংশ্লিষ্ট সমস্ত অংশের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে । সর্বভারতীয় ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নজরকাড়া সাফল্য সত্ত্বেও কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিশ্রুত দিয়েছিল যে টাকা দেবে সেটা দীর্ঘকাল ধরে বকেয়া রেখেছে । বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অবিলম্বে সেই বকেয়া টাকা দেওয়ার দাবি উঠেছে । বিশ্ববিদ্যালয়ের বর্তমান আর্থিক সংকটের সময় রাজ্য সরকার কর্তৃক ব্যয় বরাদ্দ সঠিকভাবে বৃদ্ধি করতেও বলা হয়েছে ।

এই অবস্থান বিক্ষোভ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানান, সরকারিস্তরে সিদ্ধান্তহীনতার জন্য বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক ও আর্থিক অচলাবস্থা তৈরি হয়েছে তা মেটাতে আচার্য এবং রাজ্য সরকার যদি অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পঠনপাঠনের পরিস্থিতি বিপর্যস্ত হবে ।

আরও পড়ুন : ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত না-নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জুটার

তিনি মনে করেন, ছাত্র-শিক্ষক সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এই অবস্থায় আন্দোলনকে আরও তীব্রতর করে তোলা ছাড়া জুটার সামনে আর কোনও পথ খোলা থাকবে না । এই আন্দোলনের ফলে যে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হবে তার সম্পূর্ণ দায় আচার্য এবং রাজ্য সরকার উভয়ের উপরেই বর্তাবে ।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় বেশ কিছুকাল যাবত আর্থিক সংকটের মধ্যে দিয়েই যাচ্ছে । দেশের মধ্যে অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ে আর্থিক সঙ্কট বা অচলাবস্থার ফলে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হতে পারে বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ মহল । এর প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের উপরেও । এই বিশ্ববিদ্যালয় ঘিরে হাজারো বিতর্ক থাকলেও প্রতিবার নিজেদের সেরা প্রমাণ করে দেশের অন্যতম মেধার সরবরাহকারী প্রতিষ্ঠান এই যাদবপুর ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details