পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এসএলএসটি উত্তীর্ণ প্রার্থীদের ফের বিক্ষোভ - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যোগ্য প্রার্থীদের নিয়োগ-সহ একাধিক দাবিতে ফের অনশনে বসলেন 2016 সালের এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ।

agitation of applicants of slst 2016 in kolkata
এসএলএসটি উত্তীর্ণ প্রার্থীদের ফের বিক্ষোভ

By

Published : Feb 19, 2021, 10:40 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : প্রতিশ্রুতি মতো নিয়োগের দাবিতে ফের অনশনে বসলেন এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা । বৃহস্পতিবার কলেজ স্ট্রিট ও সল্টলেকে শুরু হওয়া অনশনে আন্দোলনরত সকলেই 2016 সালের এসএলএসটি পরীক্ষায় পাশ করা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী । এ নিয়ে তাঁরা দ্বিতীয়বার অনশনে বসলেন ।

নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা একাধিক দাবি নিয়ে 2019 সালের 28 ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবের সামনে টানা 29 দিন অনশন করেছিলেন । তাঁদের মূল দাবি ছিল, যোগ্য প্রার্থীদের নিয়োগ, এক চতুর্থাংশ অনুপাত মেনে নিয়োগ, প্যানেলে স্বচ্ছতা ফেরানো, এসএমএসের মাধ্যমে নিয়োগের বিরোধিতা । টানা অনশন চলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশন স্থানে পৌঁছে আন্দোলনকারীদের দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন । আশ্বাস পেয়ে তখনকার মতো অনশন তুলেছিলেন চাকরি প্রার্থীরা । কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে তাঁদের অভিযোগ ।

আরও পড়ুন : চাকরি দিতে না পারলে বিএড কলেজগুলো তুলে দেওয়ার দাবি আন্দোলনকারীদের

দাবি পূরণ না হওয়ায় আবারও অনশনে বসলেন চাকরি প্রার্থীরা । বৃহস্পতিবার বেলা 11 টা থেকে কলেজ স্ট্রিটের পাশাপাশি সল্টলেকে অনশনে বসেন তাঁরা । তাঁদের দাবি, অবিলম্বে তাঁদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে । যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ অনশন চলবে বলে জানান আন্দোলনকারীরা ।

ABOUT THE AUTHOR

...view details