কলকাতা, 11 মার্চ:9 বছর ধরে বঞ্চিত, আবারও রাজপথে চাকরিপ্রার্থীরা (Jobseekers)। হামাগুড়ি দিয়ে চুনকালি মাখিয়ে করলেন প্রতিবাদ মিছিল। 2014 সালের নোটিফিকেশনে 2015 সালে পরীক্ষা দেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা (Upper Primary Job Candidate)। এখনও পর্যন্ত ইন্টারভিউয়ে ডাক পাননি তাঁরা। বারংবার মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হওয়ার চেষ্টা করছেন কিন্তু সফলতা মেলেনি। একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। তাঁদের পক্ষে এখনও পর্যন্ত সেই অর্থে রায় এসে পৌঁছায়নি। শনিবার বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেন। ধর্মতলার মোড়ে রাস্তায় শুয়ে হামাগুড়ি দিয়ে প্রতিবাদ দেখান তাঁরা।
এদিন হামাগুড়ি দেওয়ার পাশপাশি ওয়াই চ্যানেলে পৌঁছনোর পর চুনকালি লাগানো হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন পর্ষদ সভাপতি, কমিশনের প্রাক্তন চেয়ারম্যানের ছবিতে । আন্দোলনকারী মইদুল্লা বলেন, "আমাদের চাকরি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এটা একটা ক্রাইম। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। আদালতেও আমরা আন্দোলন চালাচ্ছি, রাস্তাতেও নেমেছি। শিক্ষা দফতর আজ পুরো জেলে। তাতেও সরকারের হুঁশ ফিরছে না।"