পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলঘরিয়ার কোরোনা আক্রান্তের সৎকার নিয়ে উত্তপ্ত ধাপা

আজ সকালেই বেলঘরিয়ার কোরোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় । শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় ধাপায় । কিন্তু লকডাউন উপেক্ষা করে সোশাল ডিসট্যান্সিং না মেনে রীতিমতো ভিড় করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার লোকজন ।

বেলঘড়িয়ার কোরোনা আক্রান্তের সৎকার নিয়ে উত্তপ্ত ধাপা, বোঝানোর চেষ্টায় প্রশাসন
বেলঘড়িয়ার কোরোনা আক্রান্তের সৎকার নিয়ে উত্তপ্ত ধাপা, বোঝানোর চেষ্টায় প্রশাসন

By

Published : Apr 1, 2020, 11:03 PM IST

Updated : Apr 2, 2020, 12:05 AM IST

কলকাতা, ১ এপ্রিল: নিমতলার ঘটনার রেশ এবার ধাপাতেও । ফের কোরোনা আক্রান্তের দেহ সৎকারে বাধা দেওয়া হল । আজ সকালেই বেলঘরিয়ার কোরোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় । শেষকৃত্যের জন্য দেহ নিয়ে যাওয়া হয় ধাপায় । কিন্তু লকডাউন উপেক্ষা করে সোশাল ডিসট্যান্সিং না মেনে রীতিমতো ভিড় করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার লোকজন । তাঁদের ভয়, কোরোনা আক্রান্তের দেহ পোড়ানো হলে এলাকায় ছড়াবে সংক্রমণ । প্রশাসনের তরফে বারবার বোঝানো হলেও তাতে কাজ হয়নি ।

বুধবার সকালে মৃত্যু হয় বেলঘরিয়ার কোরোনা সংক্রমিত ব্যক্তির । সকাল 9 টা 25 মিনিটে মৃত্যু হয় তাঁর ৷ উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা স্থানীয় প্রশাসনকে সাবধানতার সঙ্গে দেহ সৎকারের ব্যবস্থা করতে বলেন । প্রশাসনের তরফ থেকে ওই দেহ নিয়ে যাওয়া হয় ধাপায় । কিন্তু সেখানেও রাজ্যের প্রথম আক্রান্তের দেহ সৎকারের মতোই সমস্যায় পড়তে হয় প্রশাসনকে ।

রাজ্যে প্রথম আক্রান্তের দেহ সৎকার করতে গিয়ে নিমতলায় রীতিমতো বিক্ষোভের মুখে পড়েছিল পুলিশ । বুধবার ধাপাতেও স্থানীয় মানুষ বিক্ষোভে ফেটে পড়ে । ধাপায় পুলিশকে আক্রমণ করা না হলেও, মহিলা-পুরুষ নির্বিশেষে বাড়ির বাইরে এসে একসঙ্গে বিক্ষোভ দেখাতে থাকে । পরে ঘটনাস্থানে পৌঁছান কলকাতা পুলিশের শীর্ষকর্তারা । উপস্থিত ছিলেন DC ডিভিশন গৌরব লাল । স্থানীয় মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় ৷

Last Updated : Apr 2, 2020, 12:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details