কলকাতা, 17 মার্চ:আদালতে প্রবেশের আগে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam case) ধৃত কুন্তল ঘোষকে (Kuntal Ghosh in Court)৷ সংবাদমাধ্যমের কর্মীদের চ্যালেঞ্জ জানিয়ে এ দিন তিনি বললেন, তাঁর গোয়ার হোটেল ও ত্রিপুরায় চা বাগানের যে খবর প্রকাশিত হয়েছে, সেই সব জায়গার ঠিকানা যেন তাঁকে দেওয়া হয় ৷
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে (Kuntal Loses Temper) আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় । আদালতে প্রবেশের মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুন্তল ঘোষ বলেন, "আপনারা যে কথাগুলো বলেন, সেগুলো একবার যাচাই করে বলুন । আমি আপনাদের অনুরোধ করব, আমার গোয়ার হোটেল, ত্রিপুরার চা বাগান এইসবের ঠিকানা দিন । তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছে, সেটা দলের সিদ্ধান্ত ৷ মাথা পেতে নিলাম ।"
তবে কুন্তল ঘোষকেই নিয়োগ দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড বলে দিনকয়েক আগে দাবি করেছেন এই মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, এই দুর্নীতির অন্যতম মাথা হলেন যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ৷ তিনি তদন্তকারী সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন শান্তনু ৷