পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fraudulent Job Agency: বিমান সেবিকার চাকরির টোপ! গ্রেফতার 'প্ৰতারক' সংস্থার মালিক - চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্যে ৷ এর মাঝে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে একটি সংস্থা ৷ অথচ তারপর আর চাকরি দেয়নি বলে অভিযোগ (Job Scam) ৷

Job Fraud Agency
ETV Bharat

By

Published : Oct 16, 2022, 7:34 AM IST

কলকাতা, 16 অক্টোবর: এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী থেকে শিক্ষা দফতরের একের পর এক আধিকারিক ৷ এর মধ্যেই খাস কলকাতায় ঝাঁ চকচকে অফিস খুলে চাকরি দেওয়ার নাম করে বহু ছাত্র-ছাত্রীর সঙ্গে আর্থিক 'প্রতারণার' ঘটনা সামনে এল (Agency allegedly cheats students over job) ।

তদন্তে নেমে সংশ্লিষ্ট কোম্পানির মালিককে গ্রেফতার করল বউবাজার থানার পুলিশ । শনিবার ইএম বাইপাস লাগোয়া একটি রেস্তারাঁ থেকে গ্রেফতার হলেন বিপ্লব সিনহা মহাপাত্র নামে এক ব্যক্তি । পাশাপাশি গ্রেফতার হয়েছে শুভজ্যোতি চট্টোপাধ্যায় ৷ তাঁর বাড়ি ইকোপার্ক থানা এলাকার অ্যাকশন এরিয়া ২ এলাকায় ।

আরও পড়ুন: Sanmarg Chit Fund Case: চিটফান্ড কাণ্ডে সানমার্গ সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি আদালতের

কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানিয়েছেন, এই বিপ্লব সিনহা মহাপাত্র নামে ব্যক্তির বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ জমা করেন এক ব্যক্তি । মনে হয় তৃতীয় ব্যক্তি প্রথমে বিমান সেবিকার চাকরি দেওয়ার নাম করে বাজারে বিজ্ঞাপন দিত । পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবককে একাধিক আছিলায় বিভিন্ন ফর্ম ফিলাপ করিয়ে সেখান থেকে সিকিউরিটি মানি হিসেবে টাকা নিয়ে কোর্সবাবদ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে । অভিযোগ এর পরেও চাকরি দেওয়া হত না ৷

একাধিকবার বিভিন্ন ছাত্র-ছাত্রীর অভিভাবকরা সংশ্লিষ্ট অফিসে চড়াও হলে তাদেরকে স্থানীয় থানার ভয় দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হত বলে অভিযোগ । চলতি মাসে বউবাজার থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশ ৷ এরপরেই শনিবার রাতে বিপ্লব সিনহা মহাপাত্র এবং শুভজ্যোতি চট্টোপাধ্যায় নামে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে বউবাজার থানার পুলিশ । আগামিকাল তাদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details