পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Stock Market Money Laundering: খাস কলকাতায় শেয়ার বাজারে বিনিয়োগের নামে কয়েক কোটির প্রতারণা, গ্রেফতার 2 - agency allegedly cheats to invest in stock marke

শেয়ার বাজারে বিনিয়োগের নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার 2 (Money Laundering Scam) ৷ অভিযোগ, মার্জিন ট্রেডিং ফান্ড নামে একটি কোম্পানি খুলে প্রতারণা করা হয়েছে ৷

Stock Market Money Laundering
ETV Bharat

By

Published : Nov 5, 2022, 11:00 PM IST

কলকাতা, 5 নভেম্বর: শেয়ার মার্কেটে বিনিয়োগের নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ এক সংস্থার বিরুদ্ধে (Money Laundering Scam)৷ ইতিমধ্যেই 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুক্রবার গভীর রাতে সেক্টর ফাইভ অফিসের সামনে বিক্ষোভ দেখায় শতাধিক প্রতারিত ব্যক্তি । এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ৷ শনিবার ওই অফিস থেকে স্বর্ণেন্দু জানা ও সুদীপ্ত জানা নামে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

অভিযোগ, মার্জিন ট্রেডিং ফান্ড নামে সল্টলেক সেক্টর ফাইভে কোম্পানি খুলে শেয়ার মার্কেটে টাকা বিনিযোগের নাম করে একাধিক ব্যক্তির থেকে টাকা তোলা হয় । এই কোম্পানির অধীনে প্রায় 50 জন এজেন্ট নিযুক্ত ছিলেন । যারা সাধারণ মানুষের থেকে প্রায় 2000 টাকা করে নিয়ে ছিলেন বিনিয়োগের জন্য। তাঁদেরকে অতিরিক্ত টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেন ৷ কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও তাঁরা কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে না-পেরে সংশ্লিষ্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান ৷

আরও পড়ুন: বিমান সেবিকার চাকরির টোপ! গ্রেফতার 'প্ৰতারক' সংস্থার মালিক

পুলিশ সূত্রে খবর, প্রায় 32 কোটি টাকার প্রতারণা হয়। এই কোম্পানির আড়ালে বড়সড়ো প্রতারণা চক্র কাজ করছে। ধৃতদের জেরা করে এই প্রতারণার চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details