পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সহকারী অধ্যাপক পদে আবেদনের সময়সীমা 37 থেকে বেড়ে হল 40 - age limit of assistant professor extended

এতদিন পর্যন্ত জেনেরাল ক্যাটেগরির প্রার্থীরা 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারতেন।

ছবি-বিকাশ ভবন
ছবি-বিকাশ ভবন

By

Published : Dec 18, 2020, 6:34 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : তিন বছর বাড়ল রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজগুলিতে সহকারী শিক্ষক পদে আবেদনের বয়সসীমা । এতদিন পর্যন্ত জেনেরাল ক্যাটেগরির প্রার্থীরা 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারতেন। আজ উচ্চশিক্ষা দপ্তর প্রকাশিত সংশোধিত নিয়োগের বিধিতে তা বাড়িয়ে 40 বছর করা হয়েছে।

আগের বিধি অনুযায়ী, যে বছর জেনেরাল ডিগ্রি কলেজে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে সেই বছর 1 জানুয়ারিতে জেনেরাল ক্যাটেগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়স 37 বছর থাকতে হত । তার উপর তপশিলি জাতি ও উপজাতি ক্যাটেগরির প্রার্থীদের জন্য 5 বছর, নন-ক্রিমি লেয়ারের OBC ক্যাটেগরির প্রার্থীদের জন্য 3 বছর ছাড় থাকত । অনুমোদনপ্রাপ্ত আংশিক সময়ের অধ্যাপক (PTTs), চুক্তিভিত্তিক পূর্ণসময়ের অধ্যাপকদের (CWTTs) জন্য আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ছিল 47 বছর। আজ উচ্চশিক্ষা দপ্তর রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে সরাসরি নিয়োগের বিধি সংশোধন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।

সেখানে বয়সসীমা অংশে বলা হয়েছে, যে বছর বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে সেই বছর 1 জানুয়ারিতে জেনেরাল ক্যাটেগরির আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে । এর উপর তপশিলি জাতি ও উপজাতি ক্যাটেগরির প্রার্থীদের জন্য 5 বছর, নন-ক্রিমি লেয়ারের OBC ক্যাটেগরির প্রার্থীদের জন্য 3 বছর ছাড় থাকবে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে 10 বছরের ছাড় থাকবে বয়সসীমার উপর । এছাড়া সংশোধিত বিজ্ঞপ্তিতে জায়গা দেওয়া হয়েছে স্টেট এডেড কলেজ টিচার তথা SACT-দেরও। সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য তাঁদের ক্ষেত্রে বয়সসীমা আগের মতো 47 বছর রাখা হয়েছে। তবে, PTT, CWTT-র পরিবর্তে এখন তাঁদের নতুন পদ SACT-র উল্লেখ করা হয়েছে।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details