পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agartala-Kolkata-Dhaka Bus Service : এবার এক বাসেই পৌঁছন কলকাতা থেকে আগরতলা - এক বাসেই পৌঁছন কলকাতা থেকে আগরতলা

টানা দু'বছর বন্ধ থাকার পর আবার চালু হতে চলেছে আগরতলা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা (Agartala-Kolkata-Dhaka Bus service) ৷ সূত্রের খবর, এই পরিষেবা খুবই দ্রুত শুরু হতে পারে।

bus services
এক বাসেই পৌঁছন কলকাতা থেকে আগরতলা

By

Published : Apr 28, 2022, 8:10 AM IST

কলকাতা, 28 এপ্রিল : অতিমারির কারণে বন্ধ ছিল পরিবহণ। স্বাভাবিক হয়েছে পরিস্থিতি । ছন্দে ফিরেছে জীবনযাত্রা । ধাপে ধাপে চালু হয়েছে ট্রেন, বাস, বিমান পরিষেবা । সেই মতো দীর্ঘ দু'বছর বন্ধ থাকার পর এবার চালু হতে চলেছে আগরতলা-কলকাতা বাস পরিষেবা (Agartala Kolkata Dhaka bus services may start soon)। বাসটি আগরতলা থেকে ছেড়ে কলকাতা হয়ে ঢাকা পৌঁছবে ।

যেহেতু এই বাসটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতা পর্যন্ত আসে আবার কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যায় তাই এই বাসটি বাণিজ্যিকভাবে যতটা সফল, ততটাই জনপ্রিয় । যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবে বাসটির চাহিদাও খুব বেশি তাই আবার এই বাসটি পরিষেবা চালু হলে যাত্রীরা যে ভীষণভাবেই উপকৃত হবেন তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন :Bus Service in Kolkata : তাপ, জ্বালানির জ্বালায় সরকারের ভরসা সিএনজি

সূত্র মারফৎ খবর, চলতি সপ্তাহ থেকেই চালু হয়ে যেতে পারে বাসটির পরিষেবা । প্রতিদিন পরিষেবা দিলেও আপাতত প্রতি শুক্রবার বন্ধ থাকবে পরিষেবা । ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে রওনা হয়ে ঢাকা হয়ে বাসটির কলকাতা পৌঁছতে আনুমানিক সময় লাগে 20 ঘণ্টা ৷ প্রায় 500 কিমি পথ অতিক্রম করে এই বাসটি । ত্রিপুরার কৃষ্ণনগরে সকাল দশটায় বাসটি ছাড়বে । এই বাসে মোট সিটের সংখ্যা 40টি । ইতিমধ্যেই যাত্রীদের টিকিট ও সিট রিজার্ভেশন শুরু হয়ে গিয়েছে । টিকিট কাটতে গেলে বৈধ পাসপোর্ট ট্রানজিট ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে । যাত্রী পিছু এই বাসে যাতায়াতের খরচ করে 2 হাজার 300 টাকা ।

ABOUT THE AUTHOR

...view details