কলকাতা, 11 এপ্রিল : অতিরিক্ত গন্ধযুক্ত ধূপ-ধুনো ডেকে আনে ক্যানসারের মতো মারণরোগ। ভোকাল কর্ড, শ্বাসনালী, ফুসফুস এবং মূত্রথলিতে হতে পারে ক্যানসার। কী ভাবে এই ক্যানসারকে প্রতিরোধ করা যাবে, সেবিষয়ে বলেছেন কলকাতার নয়াবাদে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যানসার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর আশিস মুখোপাধ্যায়।
এবিষয়ে তাঁর কাছে বিস্তারিত জানতে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাধারণত যে ধূপে বেশি গন্ধ নেই, সেগুলি 1-2 টো জ্বালানো হলে খুব একটা ক্ষতি হয় না। কিন্তু যেগুলিতে বেশি গন্ধ রয়েছে, সেগুলি বেশি পরিমাণে জ্বালানো হলে ক্ষতি হয়। বেশি গন্ধের ধূপ-ধুনোগুলিতে প্রচুর পরিমাণে কার্বন পার্টিকেল দেওয়া হয়। এক সঙ্গে অনেকগুলি ধুপ জ্বললে এই কার্বন পার্টিকেল থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয়। যা নিশ্বাসের মধ্যে দিয়ে ঢুকে শ্বাসনালী এবং ফুসফুসে ঢুকে যায়। অনেক সময় ইউরিনারি ব্লাডারেও যায়। দীর্ঘদিন ধরে বেশি পরিমাণে কার্বন-মনোক্সাইড নিশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে, শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়ে ধীরে ধীরে ক্যানসারে পরিণত হয়। এর ফলেই ভোকাল কর্ড, শ্বাসনালী এবং ফুসফুসের ক্যানসার হয়।
এই ধরনের ক্যানসারের উপসর্গ কী?
অল্প কাশি থেকে ধীরে ধীরে কাশি বাড়বে। কাশির সঙ্গে বের হবে রক্ত। ইউরিনারি ব্লাডারে ক্যানসার হলে প্রস্রাবের সঙ্গে রক্ত বের হবে।
এই রোগ এড়ানোর উপায় কী?
এই রোগ এড়ানোর প্রধান উপায় হল, গন্ধহীন ধূপ 1 বা 2 টো যদি ব্যবহার করা হয়, তবে সেটা ক্ষতিকর নয়।