পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিলীপেই আস্থা রাজ্য BJP-র - Dilip Ghosh

BJP-র রাজ্য সভাপতি পদে ফের দায়িত্ব দেওয়া হল দিলীপ ঘোষকে ৷ দায়িত্ব নিয়ে প্রথমে নিহত সহকর্মীদের স্মরণ করেন তিনি ৷ তারপরই একে একে রাজ্য রাজনীতি প্রসঙ্গে কথা বলেন ৷ তাঁর বক্তব্যে উঠে আসে কানাহাইয়া কুমার, ঐশী ঘোষ ও নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গও ৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Jan 16, 2020, 12:39 PM IST

Updated : Jan 16, 2020, 3:23 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : কয়েকদিন ধরেই তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক চলছে । সমালোচনা করেছেন অনেকে । বাবুল সুপ্রিয়র মতো BJP সাংসদও প্রকাশ্যেই তাঁর বক্তব্যের বিরোধিতা করেছেন । বলেছেন, দিলীপদার বক্তব্য দল সমর্থন করে না । তার উপর কয়েকদিন আগে রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও জয়ের মুখ দেখেনি দল । এমনকী দিলীপবাবুর গড় বলে পরিচিত খড়গপুরও হাতছাড়া হয়েছে । তবুও তাঁর উপরই আস্থা রাখল দলের শীর্ষ নেতৃত্ব । ফের রাজ্য BJP-র সভাপতি হিসেবে ঘোষণা করা হল তাঁর নাম ।

আজ ফের একবার সভাপতি হিসেবে তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়ার পর দিলীপ ঘোষ বলেন, "BJP-র উপর আক্রমণ করা হচ্ছে ৷ খুনকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে ৷ বাকি কাজ শেষ করব ৷ রাজ্যের মানুষ পাশে আছেন ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ ৷ বলেন, "মোদিজি বলেন, আমরা সাধারণ মানুষ ৷ কিন্তু, যে কাজটা করি, সেটা অসাধারণ ৷"

কয়েকদিন ধরে দিলীপ ঘোষের একাধিক মন্তব্য ঘিরে চলছে সমালোচনা হয়েছে ৷ এই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, "এরপর কেউ যেন দিলীপ ঘোষের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা শোনার আশা না করেন ৷" কটাক্ষ করে বলেন, "যাঁর সহ্যশক্তি কম, তিনি সহ্যশক্তি বাড়ান ৷ আরও কঠিন কথা শুনতে হবে ৷ সেই দিন আসছে ৷"

রাজ্য সরকারকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি ৷ বলেন, "যেখানে গণতন্ত্র নেই, ডাক্তারদের সুরক্ষা নেই, উকিলদের সুরক্ষা নেই, শিক্ষকদের রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন করতে হয়, উপাচার্যদের চাকরি বাঁচানোর জন্য শিক্ষামন্ত্রীর চামচাগিরি করতে হয়, সেখানে কী আশা করেন ? আমি ভালো ভালো কথা বলব ?"

বিভিন্ন জায়গায় BJP কর্মীদের আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ ৷ সঙ্গে হুঁশিয়ারির সুরে বলেন,"এরপরও ভালো কথা আশা করেন ? যোগ্য জবাব দেব ৷ এটাই আমাদের কাছে গণতন্ত্র ৷" বারবার তাঁর বক্তব্যে BJP-র নিহত সহকর্মীদের কথা উঠে এসেছে আজ ৷ কখনও আবেগতাড়িত হয়ে পড়েছেন ৷ ধরা গলায় বলেছেন, "তাঁদের মুখগুলো এখনও চোখের সামনে ভাসে ৷"

CPI(M), কংগ্রেসকে লুপ্তপ্রায় বলে মনে করেন তিনি ৷ বলেন, "একসময় 64টা সাংসদ ছিল দেশে ৷ বাংলা থেকে 36টা ছিল ৷ এখন খুঁজতে হয় তাদের ৷ লুপ্তপ্রায় প্রজাতিতে চলে গেছে ৷" কানহাইয়া কুমার, ঐশী ঘোষের প্রসঙ্গও তুলে আনেন তিনি ৷ বলেন, "সেই কমিউনিস্ট দলের নেতা কানাহাইয়া কুমার, ঐশী ঘোষ ৷ যার নাক টিপলে জল পড়বে ৷ সে সেমিনারে ভাষণ দিতে আসে ৷ এই কংগ্রেস, এই CPI(M) ৷ তারা নাকি বাংলার পরিবর্তন করবে ৷"

তাঁর বক্তব্যে আজ উঠে এসেছে নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গও ৷ বলেন, "আমরা আইন পাশ করেছি ৷ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে প্রতারিত যাঁরা তিন প্রজন্ম ধরে এখানে রয়েছেন, কেউ তাঁদের নাগরিকত্ব দেননি ৷ আমরা আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করেছি ৷"

Last Updated : Jan 16, 2020, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details