কলকাতা, 11 অগাস্ট : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ । নিম্নচাপের জেরে চলতি সপ্তাহে বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে ৷ পাশাপাশি আরও একটি মৌসুমি অক্ষরেখার বিস্তৃত রয়েছে জামশেদপুর থেকে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত । এই দু'য়ের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস । তবে ভারী বৃষ্টি ফের শুরু হবে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না । আগামী 24 ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম চলবে আগামী দু'দিন । জানালো আলিপুর আবহাওয়া অফিস ৷
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কি সক্রিয় হবে বর্ষা ?
ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ ৷ পাশাপাশি রাজ্যে উপস্থিত রয়েছে মৌসুমি বায়ু ৷ দু'য়ের জেরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস ৷ তবে নিম্নচাপটি তেমন শক্তিশালী না হলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ জানালো আলিপুর আবহাওয়া অফিস ৷
উত্তরবঙ্গে আগামী দুই-তিনদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । অন্যদিকে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 72 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 3.3 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
চলতি মাসের 8 তারিখ বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়েছিল । কিন্তু নিম্নচাপটি শক্তি জুগিয়ে সক্রিয় হওয়ার আগেই দুর্বল হয়ে যায় । যার জেরে দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টি হয়নি । আগামী বৃহস্পতিবার ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে ৷ যদিও তার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম । রাজ্যে মৌসুমি বায়ু উপস্থিত রয়েছে কিন্তু নিম্নচাপ সক্রিয় না হলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একের পর এক নিম্নচাপ তেমন শক্তিশালী না হওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷