পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Azad Kashmir in ABTA Test Paper: পর্ষদের পরে এবার এবিটিএ টেস্ট পেপারেও 'আজাদ কাশ্মীর' ! - এবিটিএ টেস্ট পেপারে আজাদ কাশ্মীর

মধ্যশিক্ষা পর্ষদের (WBBBSE Test Paper) পরে এ বার এবিটিএ টেস্ট পেপারেও লেখা 'আজাদ কাশ্মীর' (Azad Kashmir in ABTA Test Paper)৷ এই নিয়ে শুরু হল নয়া বিতর্ক ৷ তবে এ জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক ।

Azad Kashmir in ABTA Test Paper ETV Bharat
এবিটিএ টেস্ট পেপারেও 'আজাদ কাশ্মীর'

By

Published : Jan 22, 2023, 6:42 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: আবারও রাজ্যের শিক্ষা ক্ষেত্রে সামনে এল 'আজাদ কাশ্মীর' বিতর্ক (Azad Kashmir in ABTA Test Paper)৷ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে ইতিহাসের প্রশ্নপত্রে আজাদ কাশ্মীর লেখা তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্যজুড়ে । যার জেরে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয় মধ্যশিক্ষা পর্ষদকে (WBBBSE Test Paper)৷ এ বার সেই একই ভুল ধরা পড়ল এবিটিএ-এর টেস্ট পেপারেও । সেখানেও একটি প্রশ্নে লেখা রয়েছে 'আজাদ কাশ্মীর' ৷ কেন বারবার এই কথাটি ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা । তবে এ বার শুরুতেই এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক ।

ইতিহাসের প্রশ্নে আজাদ কাশ্মীর: মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া মাধ্যমিকের টেস্ট পেপারে মানচিত্র সনাক্তকরণে ব্যবহার হয়েছিল 'আজাদ কাশ্মীর' শব্দটি । সেই শব্দটাই আবার ব্যবহার করা হল বামপন্থী শিক্ষক সংগঠনের টেস্ট পেপারে । ইতিহাস বিভাগের 720 নম্বর পাতায় 2 নম্বরের প্রশ্নে দেওয়া হয়েছে, 'আজাদ কাশ্মীর কী ?'। এই বিষয়টি সামনে আসার পরই ফের এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ৷

ক্ষমা চাইলেন সংগঠনের সাধারণ সম্পাদক: তবে এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার পাইন জানান, "মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে বই দেওয়া হয়েছে সেখানেই এই আজাদ কাশ্মীর শব্দটি ব্যবহার করা হয়েছে । ফলে যে শিক্ষক এই প্রশ্নটা করেছেন, তিনি ওটা দেখেই এই প্রশ্নটা করেছেন । তবে এ ক্ষেত্রে আমাদের সচেতন থাকা উচিত । এ ধরনের প্রশ্ন বা কথা কখনওই ব্যবহার করা উচিত নয় ।"

আরও পড়ুন:টেস্ট পেপারে আজাদ কাশ্মীর ! এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের

পর্ষদের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর নিয়ে শোরগোল হয়েছিল: প্রসঙ্গত, সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারেও এই আজাদ কাশ্মীর শব্দটি ব্যবহার করা হয়েছিল । মালদার একটি স্কুল এই শব্দটি ব্যবহার করে ম্যাপ পয়েন্টিং-এর প্রশ্ন করেছে । এই বিষয়টি সামনে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনীতি থেকে শুরু করে শিক্ষা মহলে । এ জন্য ক্ষমাও চেয়েছে পর্ষদ । স্কুলের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details