কলকাতা, 29 অক্টোবর: দীর্ঘ আইনি লড়াই এবং টালবাহানার পর অবশেষে মিলল ছাড়পত্র । তিন বছর পর কলকাতায় শহিদ মিনারে ফের বসতে চলেছে বাজি বাজার । সেনার তরফেও অনুমতি দেওয়া হয়েছে । আগামী 31 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত চলবে এ বছরের বাজি বাজার । ইতিমধ্যে, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর ছাড়পত্র মিলেছে ময়দানে আতশবাজি মেলার । সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি সূত্রে এমনটাই খবর । 50টি স্টলে তারাবাজি, ফুলঝুরি, চরকি, হাওয়াই, তুবড়ি, রংমশাল-সহ নানা রকমের বাজি বিক্রি হবে ।
সংগঠন সূত্রে খবর, টালাতে বাজি বাজারের আয়োজন করা হয় ৷ তবে এ বছর তা বসার সম্ভাবনা নেই । সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, "আবার আমাদের জয় হল ! দীর্ঘদিন শহিদ মিনার ময়দানে আতশবাজি মেলা বন্ধ থাকার পরে আমাদের অনুরোধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন । তারপরেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে ময়দানে আতশবাজি মেলার অনুমতি হাতে এল । আগামী 31 অক্টোবর থেকে 15 নভেম্বর মেলা চলবে ।" বাবলা রায় জানান, শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের বিভিন্ন জেলায় এই বাজি বাজার বসতে চলেছে । সবমিলিয়ে কম-বেশি 70টি জায়গায় বাজি বাজার বসবে । তার মধ্যে কাওয়াখালি ডুমুর জলা-সহ উত্তরবঙ্গে 20টি জায়গায় সবুজ বাজি বাজারের আয়োজন করা হচ্ছে ।