কলকাতা, 9 সেপ্টেম্বর:শহরবাসীর কাছে জলের যন্ত্রণা নতুন কিছু নয় ৷ তার উপর বেশ কয়েকটি এলাকায় কাজ চলছে কেআইএইপি-র (কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট) ৷ তার জেরেই নাজেহাল অবস্থা শহরবাসীর ৷ টক টু মেয়রে নগরবাসীর অভিযোগ শোনার পরেই শনিবার তড়িঘড়ি জরুরী বৈঠকের ডাক দিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷
শুক্রবার ছিল টক টু মেয়র অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে মেয়রকে এলাকার দুর্ভোগের কথা শোনালেন কলকাতা পৌরনিগমের বাসিন্দা পীয়ুষকান্তি দাস ৷ অভিযোগ, তিনি ব্রহ্মপুরের বাসিন্দা ৷ যেটি 111 নম্বর ওয়ার্ডের অর্ন্তগত ৷ একটু বৃষ্টি হলেই তার এলাকা জল-কাদায় ভরতি হয়ে যাচ্ছে ৷ এই নোংরা জমা জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে ৷ এরপরেই মেয়র জল জমার কারণ জানতে চান পৌর আধিকারিকদের কাছে ৷
জানতে পারেন, ওই এলাকায় কেইআইপি-র কাজ চলছে । তার জেরেই জল জমেছে এলাকায় ও দুর্ভোগে এলাকাবাসী ৷ কেইআইপি-র কাজে ক্ষোভ উগড়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, কলকাতার একাধিক ওয়ার্ডে আদি অনন্ত কাল ধরে চলেই যাচ্ছে কেইআইএইপি-র কাজ । সারা বছর তো বটেই বর্ষা এলে প্রতি বছর সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসীকে । আর নাগরিক অভিযোগে নাজেহাল খোদ মেয়র ।