কলকাতা, 24 নভেম্বর : ট্যাক্সি ও বাইক ট্যাক্সির পর এবার চালু অ্যাপ রিকশা। এই রিকশা বুক করা যাবে অ্যাপের মাধ্যমেই। কলকাতার কিছু জায়গায় ও শহরতলিতে মিলবে এই পরিবেশ বান্ধব ই-রিকশা। রিকশা বলা হলেও, আসলে এটি একটি টোটো। তাই নাম দেওয়া হয়েছে "উবার টোটো"।
ট্যাক্সি ও বাইক ট্যাক্সির পর এবার চালু হল অ্যাপ ই-রিকশা
প্রথম পর্যায়ে এই ধরনের প্রায় 500টি টোটো পথে নামানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা অ্যাপের মাধ্যমে ই- রিকশা বুক করতে পারবেন ।
সংস্থার এক আধিকারিক বলেন, "প্রথম পর্যায়ে এই ধরনের প্রায় 500টি টোটো পথে নামানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা অ্যাপের মাধ্যমে ই- রিকশা বুক করতে পারবেন । ফলে স্বল্প দূরত্ব যেতে যাত্রীদের আর বেশি টাকা খরচ করতে হবে না ৷ "
হাওড়া, বারাসত, মধ্যমগ্রাম, রাজারহাট ও সল্টলেক অঞ্চলে পাওয়া যাবে এই অ্যাপ টোটো পরিষেবা । প্রতি চার কিলোমিটারে গ্রাহককে দিতে হবে 30 টাকা । তবে কলকাতায় এই উবর টোটো প্রথম হলেও দেশের কয়েকটি জায়গায় আগেই চালু হয়েছে এই পরিষেবা ৷ তারমধ্যে রাজধানী দিল্লি ও তথ্যপ্রযুক্তির শহর বেঙ্গালুরুতেও এই পরিষেবা চালু হয়েছে ।