পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্যাক্সি ও বাইক ট্যাক্সির পর এবার চালু হল অ্যাপ ই-রিকশা

প্রথম পর্যায়ে এই ধরনের প্রায় 500টি টোটো পথে নামানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা অ্যাপের মাধ্যমে ই- রিকশা বুক করতে পারবেন ।

অ্যাপ ই-রিকশা
অ্যাপ ই-রিকশা

By

Published : Nov 24, 2020, 10:19 AM IST

কলকাতা, 24 নভেম্বর : ট্যাক্সি ও বাইক ট্যাক্সির পর এবার চালু অ্যাপ রিকশা। এই রিকশা বুক করা যাবে অ্যাপের মাধ্যমেই। কলকাতার কিছু জায়গায় ও শহরতলিতে মিলবে এই পরিবেশ বান্ধব ই-রিকশা। রিকশা বলা হলেও, আসলে এটি একটি টোটো। তাই নাম দেওয়া হয়েছে "উবার টোটো"।

সংস্থার এক আধিকারিক বলেন, "প্রথম পর্যায়ে এই ধরনের প্রায় 500টি টোটো পথে নামানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা অ্যাপের মাধ্যমে ই- রিকশা বুক করতে পারবেন । ফলে স্বল্প দূরত্ব যেতে যাত্রীদের আর বেশি টাকা খরচ করতে হবে না ৷ "

হাওড়া, বারাসত, মধ্যমগ্রাম, রাজারহাট ও সল্টলেক অঞ্চলে পাওয়া যাবে এই অ্যাপ টোটো পরিষেবা । প্রতি চার কিলোমিটারে গ্রাহককে দিতে হবে 30 টাকা । তবে কলকাতায় এই উবর টোটো প্রথম হলেও দেশের কয়েকটি জায়গায় আগেই চালু হয়েছে এই পরিষেবা ৷ তারমধ্যে রাজধানী দিল্লি ও তথ্যপ্রযুক্তির শহর বেঙ্গালুরুতেও এই পরিষেবা চালু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details