কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : বায়ুসেনার অভিযানের পর মধ্যপ্রদেশে সাধারণ মানুষকে মিষ্টি মুখ করালেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার অভিযানের খবর সংবাদমাধ্যমে সামনে আসার পর সাধারণ মানুষকে মিষ্টি মুখ করান তিনি। জাতীয় পতাকা নিয়ে মিছিলও বের করেন।
তিনি বলেন, "প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা ছিল। পুলওয়ামা হামলার পালটা জবাব দেবে ভারত।" আজকে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, " ।১২ দিনের মাথায় ১২টি বায়ুসেনা দিয়ে পালটা প্রত্যাঘাত করা হল। এই সরকার শুধু নিন্দা করতে জানে না। ভারতে আঘাত করলে এই সরকার তার পালটা জবাবও দিতে পারে। "
ভিডিয়োয় দেখুন সাধারণ মানুষকে মিষ্টি মুখ করাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয় ভারতীয় বায়ুসেনার এই সাফল্যের জন্য এরাজ্যের BJP নেতা-কর্মীদের জাতীয় পতাকা নিয়ে মিছিল করার নির্দেশ দেন কৈলাস বিজয়বর্গীয়। কথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও। BJP-র সমস্ত দলীয় কর্মসূচি বাতিলেরও নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে CRPF-এর একটি কনভয় যাচ্ছিল। কনভয়ে ৭০টি ভ্যান ছিল। সেই সময়ে ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে একটি ভ্যানে ধাক্কা মারে এক জঙ্গি। তারপরই বিকট বিস্ফোরণ হয়। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ। স্করপিও গাড়িটি চালাচ্ছিল আদিল। তারই জবাবে গতরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত।