কলকাতা, 16 ফেব্রুয়ারি: এসএসকেএম (SSKM)-এর 'দুয়ারে পিজির ডাক্তার' পরিষেবার পর শুরু হল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Kolkata Medical College and Hospital) 'দুয়ারে ডাক্তার' পরিষেবা (Duare Doctor) । হুগলি জেলায় গিয়ে চিকিৎসা করবেন ওই হাসপাতালের চিকিৎসকরা । তাই মেডিক্যাল কলেজ থেকে বৃহস্পতিবার সকালে রওনা দেন প্রায় 31 জন চিকিৎসক । হুগলি জেলার গোঘাটে গিয়ে চিকিৎসা করবেন তাঁরা । বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত পরিষেবা দেবেন তাঁরা । কার্ডিও, মেডিসিন থেকে শুরু করে প্রায় 8টি বিভাগের চিকিত্সকরা এদিন রওনা দেন ।
শুধু মেডিক্যাল কলেজ নয়, এর পাশাপাশি আজ, বৃহস্পতিবারই বিকেলে নদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন কলকাতার আরও একটি সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা । তাঁদের পক্ষ থেকে 18 জনের একটি চিকিৎসক কমিটি যাবেন নদিয়া জেলার গেদে অঞ্চলে । সেখানে গিয়ে তিনদিন পরিষেবা দেবেন তাঁরা । এই চিকিৎসায় যদি কোনও ব্যক্তির শরীরে গুরুতর কোনও সমস্যা দেখা যায়, তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দিয়ে আসবেন তাঁরা । অন্যদিকে আগামী 23 ফেব্রুয়ারি আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রওনা দেবে আরও একটি বাস । তাঁরা যাবেন পুরুলিয়াতে। সেখানে গিয়ে চিকিৎসা করে আসবেন কলকাতার এই সরকারি হাসপাতালের চিকিৎসকরা ।