পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duare Doctor: পিজির পর কলকাতার বাকি হাসপাতালেও শুরু হল 'দুয়ারে ডাক্তার' পরিষেবা

সম্প্রতি কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা গ্রামে গিয়ে পরিষেবা দেওয়া শুরু করেন ৷ যার নাম দেওয়া হয় 'দুয়ারে পিজির ডাক্তার' (Duare PG Doctor) পরিষেবা ৷ এবার কলকাতার অন্য সরকারি হাসপাতাল থেকেও শুরু হল 'দুয়ারে ডাক্তার' (Duare Doctor) পরিষেবা ৷

Duare Doctor
Duare Doctor

By

Published : Feb 16, 2023, 12:55 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: এসএসকেএম (SSKM)-এর 'দুয়ারে পিজির ডাক্তার' পরিষেবার পর শুরু হল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Kolkata Medical College and Hospital) 'দুয়ারে ডাক্তার' পরিষেবা (Duare Doctor) । হুগলি জেলায় গিয়ে চিকিৎসা করবেন ওই হাসপাতালের চিকিৎসকরা । তাই মেডিক্যাল কলেজ থেকে বৃহস্পতিবার সকালে রওনা দেন প্রায় 31 জন চিকিৎসক । হুগলি জেলার গোঘাটে গিয়ে চিকিৎসা করবেন তাঁরা । বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত পরিষেবা দেবেন তাঁরা । কার্ডিও, মেডিসিন থেকে শুরু করে প্রায় 8টি বিভাগের চিকিত্‍সকরা এদিন রওনা দেন ।

শুধু মেডিক্যাল কলেজ নয়, এর পাশাপাশি আজ, বৃহস্পতিবারই বিকেলে নদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন কলকাতার আরও একটি সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা । তাঁদের পক্ষ থেকে 18 জনের একটি চিকিৎসক কমিটি যাবেন নদিয়া জেলার গেদে অঞ্চলে । সেখানে গিয়ে তিনদিন পরিষেবা দেবেন তাঁরা । এই চিকিৎসায় যদি কোনও ব্যক্তির শরীরে গুরুতর কোনও সমস্যা দেখা যায়, তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দিয়ে আসবেন তাঁরা । অন্যদিকে আগামী 23 ফেব্রুয়ারি আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রওনা দেবে আরও একটি বাস । তাঁরা যাবেন পুরুলিয়াতে। সেখানে গিয়ে চিকিৎসা করে আসবেন কলকাতার এই সরকারি হাসপাতালের চিকিৎসকরা ।

প্রসঙ্গত, গত 16 জানুয়ারি পিজি হাসপাতালের জন্মদিনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমন্ত্রিত ছিলেন । তিনি সেখানেই নির্দেশ দিয়েছিলেন প্রত্যন্ত গ্রামে গিয়ে চিকিৎসা করার কথা । সেই নির্দেশ মতো পিজি হাসপাতাল থেকে শুরু হয় পরিষেবা শুরু হয় । সম্প্রতি স্বাস্থ্যভবনে একটি বৈঠক হয় । সেই বৈঠকেই ঠিক হয় যে কলকাতার বাকি সরকারি হাসপাতালগুলি থেকেও এই পরিষেবা চালু করা যেতে পারে ।

রোগী ও চিকিৎসকের মাঝে সুসম্পর্ক গড়ে তোলার এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন চিকিৎসকরা । তবে এর পাশাপাশি প্রত্যন্ত গ্রামের মানুষেরা যাতে পর্যাপ্ত চিকিৎসা পান, সেদিকেও জোর দেওয়া হচ্ছে । কিন্তু এই পরিষেবায় হাসপাতালের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর রাখতে হচ্ছে ।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শুরু 'দুয়ারে পিজির ডাক্তার'

ABOUT THE AUTHOR

...view details