কলকাতা, 30 সেপ্টেম্বর: ট্রেনের পর এবার বিমান বাতিলের অভিযোগ তৃণমূলের ৷ কেন্দ্র 100 দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না এই অভিযোগে দিল্লির যন্তরমন্তরে ধরনা-অবস্থানে বসছে তৃণমূল ৷ আর সেই লক্ষ্যে বাংলা থেকে 100 দিনের কাজের ভুক্তভোগীদের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বও দিল্লি যাওয়ার প্রস্তুতি নিয়েছে ৷ কিন্তু ট্রেনের পর এবার তৃণমূল নেতাদের বিমান বাতিল করার অভিযোগে সরব নেতারা ৷
আগামী 2 এবং 3 অক্টোবর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল ৷ আর সে কারণে বাংলা থেকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য রেলের কাছে বিশেষ একটি ট্রেনের আবেদন করেছিল তৃণমূল ৷ শুক্রবার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে রেল ৷ রেলের তরফে পালটা চিঠি দিয়ে তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়, পর্যাপ্ত কোচের অভাবে বিশেষ ট্রেন দিতে তারা অপারগ ৷ এরপর প্রায় শ'খানেক বাসে করে 100 দিনের কাজের ভুক্তোভোগীদের দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করে দল ৷ সেই মতো সকালে বাসও রওনা দেয় দিল্লির উদ্দেশে ৷ অন্যদিকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিমানে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ৷