পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cops Loot: একবালপুরে উদ্ধার 33 লক্ষ, তার থেকে 18 লক্ষ সরিয়ে ভাগাভাগি পুলিশকর্মীদের মধ্যে - Cops Loot

একবালপুরে চেকিং-এ উদ্ধার হওয়া ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল 33 লক্ষ টাকা ৷ তার মধ্যে থেকে 18 লক্ষ সরিয়ে নিজেদের ভাগাভাগি করে নেন দুই কনস্টেবল ও একজন সিভিল ভলান্টিয়ার (Cops Loot)! এই অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে (Kolkata Police)৷

after-recovering-rs-33-lakh-cops-took-their-shares-keeping-rs-18-lakh-aside-in-kolkata
একবালপুরে চেকিং-এ উদ্ধার 33 লক্ষ, তার থেকে 18 লক্ষ সরিয়ে ভাগাভাগি পুলিশকর্মীদের মধ্যে

By

Published : Nov 3, 2022, 5:24 PM IST

কলকাতা, 3 নভেম্বর: খাস কলকাতায় (Kolkata Police) অভিনব কায়দায় লুট । কর্তব্যরত অবস্থায় দুই যুবকের কাছ থেকে ব্যাগ ভর্তি 33 লক্ষ টাকা বাজেয়াপ্ত করার পর, সেখান থেকে 18 লক্ষ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে (Cops Loot)৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের দুই কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ারকে । একবালপুর থানা (Ekbalpur Police Station) এলাকার হোসেন শাহী রোডের ঘটনা ।

এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি পোর্ট জাফর আজমাল জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা পুলিশের দুই কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ার-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে । এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন অভিযুক্ত পুলিশকর্মীরা ৷

তবে গোটা ঘটনাটি যখন প্রকাশ্যে আসে তখন ঘটনার রূপ ছিল অন্যরকম । জানা গিয়েছে, একবালপুর থানা এলাকা থেকে মহম্মদ আরবাজ এবং গুলজার খান নামে দুই তরুণকে আটক করে পুলিশ । তাঁদের ব্যাগ থেকে উদ্ধার হয় মোট 33 লক্ষ টাকা । অভিযোগ, টাকা ভর্তি ব্যাগ দেখে অভিযুক্ত কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার ওই দুই যুবককে একটি নির্জন এলাকায় নিয়ে যান এবং তাঁদের ব্যাগের 33 লক্ষ টাকার মধ্যে থেকে 18 লক্ষ টাকা সরিয়ে ব্যাগে 15 লক্ষ টাকা রেখে দেন । অভিযোগ, এরপরে ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন:যৌন নির্যাতনের পর কিশোরীকে কুপিয়ে খুন ! ধৃত নাবালক

কিন্তু থানায় নিয়ে যাওয়ার পরেই ঝুলি থেকে বেরোয় নতুন গল্প । পুলিশ সূত্রে খবর, ওই দুই যুবকের কাছ থেকে টাকা উদ্ধার হলেও তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না । এর পরেই একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থা আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন ৷ তাঁরা জানান যে, এই টাকাগুলি বেআইনি নয় । এর যাবতীয় কাগজপত্র তাঁদের কাছে রয়েছে ৷ সেই কাগজপত্র পুলিশ কর্মীদের দেখান তাঁরা ।

জানা গিয়েছে, ব্যাগে 15 লক্ষ টাকা ছিল বলে দেখানো হলেও প্রকৃতপক্ষে ওই ব্যাগে ছিল 33 লক্ষ টাকা । কিন্তু অভিযুক্ত কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়াররা 33 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা সরিয়ে নেন । এই ঘটনা সামনে আসার পরই অভিযুক্ত দুই কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ । ধৃতদের নাম প্রভাত বেরা এবং স্বপন কুমার বিশ্বাস ৷ তাঁরা দুজনেই কলকাতা পুলিশের কনস্টেবল । এছাড়াও গ্রেফতার হয়েছেন একজন সিভিক ভলান্টিয়ার তোতন শেখকে ৷

ABOUT THE AUTHOR

...view details