পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরে কোরোনামুক্ত 3 - কোরোনার থেকে কারা সুস্থ হয়ে উঠেছেন

কলকাতায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনজন কোরোনা আক্রান্ত । গতকাল বিকেলে ছুটি দেওয়া হয় দুইজনকে । বাকি একজনকে গতপরশু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।

hospital
হাসপাতাল

By

Published : Apr 17, 2020, 10:01 AM IST

কলকাতা, 16 এপ্রিল: সুস্থ হয়ে উঠলেন COVID-19-এ আক্রান্ত আরও তিনজন । বেলেঘাটা ID হাসাপাতালে তাঁরা চিকিৎসাধীন ছিলেন । সুস্থ হয়ে ওঠার পর তাঁদেরকে ছুটি দিল হাসপাতাল কর্তৃপক্ষ । এই তিনজনের মধ্যে একজন ফুটপাথের বাসিন্দা, একজন মধ্যমগ্রামের এক জনপ্রতিনিধি ও অন্যজন কলকাতার এক চিকিৎসক ।

হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি হন ওই তিনজন । সুস্থ হয়ে ওঠার পর গতকাল তাঁদের দুই জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । এই দুই জনের মধ্যে একজন কলকাতার এক চিকিৎসক এবং অন্যজন মধ্যমগ্রামের এক জনপ্রতিনিধি ।

সুস্থ হওয়ার পর গত পরশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কোরোনা আক্রান্ত এক ব্যক্তি । তিনি একজন ফুটপাথবাসী । কোরোনার উপসর্গ থাকায় বউবাজার থানা এলাকার ফুটপাথ থেকে তাঁকে প্রথমে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করিয়েছিল পুলিশ । সেখানে তাঁর শরীরে COVID-19-এর খোঁজ পাওয়া যায় । এরপর তাঁকে বেলেঘাটার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

এদিকে, গতকাল বিকাল 5টায় সর্বশেষ আপডেট হওয়া স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে, এই রাজ্যে এখনও পর্যন্ত COVID-19-এ আক্রান্তের সংখ্যা 231 । তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 42 জন । তাঁদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত গতকালের বুলেটিনে জানানো হয়েছে রাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত 144 জন । কোরোনায় এখনও পর্যন্ত রাজ্যে 10 জনের মৃত্যু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details