কলকাতা, 14 জুলাই: রাজ্যে ভোট পরবর্তী হিংসার পর এবার সরাসরি আদালত এবং রাজ্যের বিরোধী দলনেতাকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে, অভিষেকের অভিযোগ, বিজেপির 'গুন্ডাদের' রক্ষাকবচ দিয়ে রেখেছে হাইকোর্ট। যার জেরে প্রশাসন চাইলেও ব্যবস্থা নিতে পারছে না বলেও দাবি করেছেন তিনি ৷
বৃহস্পতিবার নন্দীগ্রামে নির্বাচন পরবর্তী হিংসায় আহত 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের উপর এই আক্রমণ নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপির গুন্ডাদের রক্ষাকবচ দিয়ে রেখেছে হাইকোর্ট। সেই জন্য প্রশাসন ব্যবস্থা নিতে চাইলেও ব্যবস্থা নিতে পারছে না। কোনও একটি নির্দিষ্ট কেসে নয়, এদের ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দিয়ে রেখেছে হাইকোর্ট।"
এদিন আদালতকেও নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, "আদালত হল গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ ৷ সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ। এই দুটি স্তম্ভকে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করার প্রচেষ্টা বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই চালিয়ে যাচ্ছে।" মুক্তভাবে সন্ত্রাস করতে, এই সমাজ বিরোধীদের কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, এদের মাধ্যমে কীভাবে সমাজে অশান্তি তৈরি করা যায়, তার জন্য হাইকোর্টের একাংশ মদত দিচ্ছে বলেও তীব্র আক্রমণ করেন অভিষেক ৷