পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের রাতের কলকাতায় নারী নিগ্রহ - Alipore Police satation

বুধবার রাতে চিড়িয়াখানার সামনে এক মহিলা কর্তব্যরত SI বিপ্লব দাসের কাছে অভিযোগ জানান , বর্ধমান রোডে এক ব্যক্তি তাঁকে কটুক্তি করছে । দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । কিন্তু, আলিপুরের ঘটনা রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল ।

ছবিটি প্রতীকী

By

Published : Jun 21, 2019, 12:17 PM IST

কলকাতা, 21 জুন : রাতের কলকাতায় ফের নিগ্রহের শিকার এক মহিলা । বুধবার গভীর রাতে দক্ষিণ কলকাতায় নিগৃহীত হন এক মহিলা । পুলিশকে অভিযোগ জানালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । সোমবার রাতে এক্সাইড মোড়ে প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থার অভিযোগ উঠেছিল । ওই মডেল-অভিনেত্রী সোশাল মিডিয়ায় অভিযোগ তুলেছিলেন পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে ।

বুধবার রাতে টহল দিচ্ছিলেন আলিপুর SI বিপ্লব দাস । রাত সাড়ে তিনটের সময় চিড়িয়াখানার সামনে হঠাৎই একটি ক্যাব তাঁদের বাইকের সামনে দাঁড়ায় । ক্যাবে থাকা এক মহিলা তাঁদের কাছে অভিযোগ জানান , বর্ধমান রোডে এক ব্যক্তি তাঁকে কটুক্তি করছে । পরে তাঁর রাস্তা আটকানোর চেষ্টা করেছে ও পিছু নেয় ।

কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ব্যক্তি গাড়ি নিয়ে হাজির হয় চিড়িয়াখানার সামনে। সেখানে ওই মহিলাকে পুলিশের সঙ্গে দেখে তীব্র গতিতে গাড়ি ছুটিয়ে পালিয়ে যায়। গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয় । তার বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ।

উষসী সেনগুপ্তকে হেনস্থার পর সাত জনকে গ্রেপ্তার করা হয়েছিল । বলা হয়েছিল কড়া পদক্ষেপের কথাও । কিন্তু, আলিপুরের ঘটনা রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল ।

ABOUT THE AUTHOR

...view details