কলকাতা, 21 এপ্রিল : অবশেষে কলকাতা পরিদর্শনে বেরোল কেন্দ্রীয় সরকারের পাঠানো দল ৷ মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর ৷ প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই কেন্দ্রীয় দল দক্ষিণ কলকাতার কয়েকটি এলাকা আজ ঘুরে দেখেন ৷ প্রথমেই তাঁরা যান যাদবপুর এলাকায় ৷ ঘুরে দেখেন মুকুন্দপুর এলাকা ৷ এরপর যান টালিগঞ্জে ৷
কেন্দ্রীয় দলের সঙ্গে গুরুসদয় রোডে BSF-র দপ্তরে দীর্ঘ বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয় মুখ্য সচিবের ৷ কেন্দ্রীয় দলের সদস্যরা মুখ্য সচিবকে বুঝিয়ে বলেন তাঁরা ঠিক কী করতে চাইছেন ৷ অন্যদিকে, রাজ্য সরকারের তরফে কোরোনা নিয়ে পরিসংখ্যানগত সমস্ত তথ্য তুলে দেওয়া হয় তাঁদের হাতে ৷ সূত্রের খবর, রাজীব সিনহা কেন্দ্রীয় দলকে জানান, লকডাউন অমান্য করার জন্য 23 মার্চ থেকে আজ পর্যন্ত 28 হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ৷ মামলা করা হয়েছে তিন হাজার 100টিরও বেশি ৷ তিন হাজারের বেশি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বৈঠকে আলোচ্য বিষয় মুখ্যমন্ত্রীকেও জানান রাজীব সিনহা ৷ এরই মাঝে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি আসে নবান্নে ৷ তারপরই মুখ্য সচিব জানান, কলকাতা পরিদর্শন করতে পারবে কেন্দ্রীয় দল ৷ তবে, তাদের সঙ্গে পুলিশ থাকবে ৷