পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

#AbKiBaarDidiSarkar : দিল্লি যাওয়ার দিনই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'আব কি বার দিদি সরকার'

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের দিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'আব কি বার দিদি সরকার' ৷ ঠিক মোদি সরকার আসার আগে যেভাবে গোটা দেশে 'আব কি বার মোদি সরকার' স্লোগান ছড়িয়ে গিয়েছিল, এবারও একই কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এই স্লোগান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা এদিন তৃণমূলের শীর্ষ নেতারা নিজেদের পোস্টে তুলে ধরেছেন ।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আবকি বার দিদি সরকার
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আবকি বার দিদি সরকার

By

Published : Jul 26, 2021, 8:08 PM IST

কলকাতা, 26 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে পাড়ি দিয়েছেন দিল্লি। আর সে সময়ই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং একটি স্লোগান, 'আব কি বার দিদি সরকার'। যদিও লোকসভা ভোটের ঢের বাকি, তবে মোদি বিরোধী লড়াইয়ে শুরুটা ধামাকাদার ভাবেই শুরু করলেন মমতা।

মোদিকে হটানোর যুদ্ধে সোশ্যাল মিডিয়া ব্যবহার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ঠিক মোদি সরকার আসার আগে যেভাবে গোটা দেশে 'আব কি বার মোদি সরকার' স্লোগান ছড়িয়ে গিয়েছিল, এবারও একই কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এই স্লোগান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেছে।

তৃণমূল নেতা থেকে শুরু করে সাধারণ সমর্থক সকলের টুইটারে হ্যাশট্যাগ দিয়ে তুলে ধরা হল একটি ব্যানার, যার স্লোগান 'আব কি বার দিদি সরকার'(#AbKiBaarDidiSarkar) ৷

আরও পড়ুন : Mamata Banerjee: দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় বকেয়ার হিসেব মন্ত্রীদের থেকে নিলেন মমতা

জানা গিয়েছে, এই টুইট করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা ওই পোস্টে তুলে ধরেছেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বাংলার কোটি কোটি সাধারণ মানুষ। এবার দেশের মানুষেরও এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া উচিত।

আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মসনদে বসাতে চান তাঁরা। উল্লেখ্য, এর আগে ‘গুজরাত মডেল’-কে সামনে রেখে ২০১৪ সালে লোকসভা ভোট বৈতরণী পার করেছিলেন তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।

তার ১০ বছর পর ২০২৪ সালের লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ‘বেঙ্গল মডেল’।

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস কাণ্ডে রাজ্যের তদন্তে স্বাগত কংগ্রেসের, কটাক্ষ বাম-বিজেপির

গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বলেন, ”ক্ষমতায় এলে গোটা দেশে ফ্রিতে রেশন দেব।” যেটা তিনি এতদিন রাজ্যের মানুষের জন্য বলে এসেছেন।

ABOUT THE AUTHOR

...view details