কলকাতা, 5 জানুয়ারি: শীত পড়লে ব্যাপক চাহিদা বাড়ে ডিমের । আর চাহিদা অনুযায়ী জোগান কমলে ডিমের দামও বাড়ে । এবার সেই দাম একলাফে বেড়ে দাঁড়িয়েছে 8 টাকায় । আর ডিম মহার্ঘ্য হতেই গরিবের পাতে টান পড়েছে পুষ্টিতে । তবে কলকাতা পৌরনিগম পরিচালিত মা ক্যান্টিন এই পরিস্থিতিতেও গরিব মানুষের কথা মাথায় রেখে অপরিবর্তিত রেখেছে ডিম ভাতের দাম । 5 টাকার এক পয়সাও বাড়েনি ডিম ভাত ।
এই বিষয়ে মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের মানবদরদী প্রকল্প যাতে কোনও অবস্থাতেই থমকে না যায় তার জন্য আমরা বদ্ধপরিকর ।"
এখন বাজারে এক একটি ডিমের দাম 8 টাকা । জোড়ায় কিনলে 15 টাকা । গরিব, নিম্নবিত্ত মানুষের সুষম খাদ্যের তালিকায় ডিম হল বড় প্রোটিনের উৎস । তাই ভিখারি থেকে শ্রমিক, প্রান্তিক মানুষজনের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে শুরু করেন মা ক্যান্টিন । সেখানেই 5 টাকায় ভাত, ডাল, তরকারির সঙ্গে থাকত ডিম । দিনভর হাড়ভাঙা খাটুনি খেটেও দু'বেলা অন্ন জোটাতে না পারা মানুষের কাছে পুষ্টিভরা খাবারের একমাত্র ভরসা মা ক্যান্টিন । আর বর্তমানে ডিমের দাম বাড়তেই চিন্তায় পড়েছিলেন লাইনে দাঁড়িয়ে থাকা গরিব প্রান্তিক মানুষেরা ।
সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে, তাহলে কি এবার পাতে আর ডিম জুটবে না ? এখানেই কলকাতা পৌরনিগম মানবিকতা দেখিয়েছে । ভর্তুকির টাকা বাড়িয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । যখন বাজারে একটা ডিমের দাম 8 টাকা তখন মা ক্যান্টিনে ডিম ভাত মিলছে 5 টাকাতেই ।
কলকাতা জুড়ে 133টি এমন স্টল আছে । যেখানে প্রতিদিন গড়ে 300 জন মানুষ খান । সংখ্যার বিচারে প্রতিদিন কলকাতায় 5 টাকার ডিম ভাত খান প্রায় 40 হাজার মানুষ । কলকাতা পৌরনিগম এই ডিম আনে হরিণঘাটা থেকে । সেখানেও বেড়েছে দাম । আর ভর্তুকি দিয়ে সেই অতিরিক্ত টাকার বিনিময়ে এই পরিষেবা দিচ্ছে কলকাতা পৌরনিগম ।