পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Justice-Manik Conversation: কথোপকথনের পর চা অফার করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়; করজোড়ে মানিক বললেন 'সত্যই সুন্দর' - প্রাথমিক শিক্ষা পর্ষদ

কলকাতা হাইকোর্টে মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ৷ তিনি চা অফার করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে ৷ আর মানিক করজোরে বিচারপতির উদ্দেশে জানালেন, তিনি সত্যই বলতে চান ৷ সত্যই সুন্দর ৷

Justice Gangopadhyay-Manik Conversation ETV Bharat
বিচারপতি গঙ্গোপাধ্যায় ও মানিক

By

Published : Apr 5, 2023, 5:07 PM IST

কলকাতা, 5 এপ্রিল: 2016 সালের প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে আদালতে কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এ দিন তিনি মানিককে চা ও ঠান্ডা পানীয় নেওয়ার প্রস্তাব দেন ৷ আবার মানিক করজোড়ে বিচারপতিকে বলেছেন, তিনি সত্যি ঘটনাই বলতে চান আদালতকে ৷

এই মামলায় একাধিক অভিযোগ রয়েছে মামলাকারীদের । এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, সংরক্ষণের নিয়ম মানা হয়নি । অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি । বোর্ডের দেওয়া তালিকা অনুযায়ী কোনও নম্বরের ব্রেক-আপ দেওয়া হয়নি । সংরক্ষিত শ্রেণির বহু প্রার্থীকে জেনারেল বলে দেখানো হয়েছে । ওবিসি এ সংরক্ষিত তালিকার প্রার্থী জেনারেলের থেকে বেশি নম্বর পাওয়া সত্ত্বেও তাঁকে নিয়োগ করা হয়নি ।

এ দিকে, জেনারেল ক্যাটেগরির কম নম্বর পাওয়া প্রার্থীকে নিয়োগ করা হয়েছে । বাছাই প্রক্রিয়াতেও গণ্ডগোল ছিল বলে অভিযোগ করেন তিনি ৷ তাঁর অভিযোগ, যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়নি । এই সমস্ত অভিযোগের উত্তর জানতে বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে ডেকে পাঠিয়েছিলেন । বুধবার বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় মানিক ভট্টাচার্যের ৷ দেখে নেব, কী কথা হল তাঁদের মধ্যে ৷

বিচারপতি:2016 সালের নিয়োগ নিয়ে কিছু জানতে চাই ।

মানিক ভট্টাচার্য: আমি এখন জেলে রয়েছি । আমার উত্তর দেওয়াই জন্য কিছু সময় দেওয়ার আর্জি জানাচ্ছি ।

বিচারপতি: কোনও সিলেকশন কমিটি গঠন করা হয়েছিল ?

মানিক ভট্টাচার্য: হ্যাঁ, বোর্ডের নির্দেশে একটা সিলেকশন কমিটি গঠন করা হয়েছিল ।

মানিক ভট্টাচার্য: কোন মামলার পরিপ্রেক্ষিতে আমাকে ডাকা হয়েছে সেটা আমাকে জানাতে আর্জি জানাচ্ছি ।

বিচারপতি: 2016 সালের রেজাল্ট কে প্রকাশ করেছিল ?

মানিক ভট্টাচার্য: এই ভাবে উত্তর দেওয়া সম্ভব নয় । এটা বিভিন্ন ভাগে হয় ।

বিচারপতি: 2016 সালের কোনও এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল রেজাল্ট করার জন্য ।

মানিক ভট্টাচার্য: রুল 4 সাব রুল 5 ক্লস সি অনুযায়ী যা করার করা হয়েছিল । এজেন্সি নিয়োগ করা হয়েছিল । এজেন্সির নাম এই মুহূর্তে বলতে পারব না ।

বিচারপতি: পি বসু রায় ও কোম্পানির নাম শুনেছেন ?

মানিক ভট্টাচার্য: আমি শিওর নই । রেকর্ড না দেখে বলতে পারব না ।

বিচারপতি: অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল ?

মানিক ভট্টাচার্য: নেওয়া হয়েছিল । এই রকম কোনও রেকর্ড নেই আমি সভাপতি থাকাকালীন কোনও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি ।

বিচারপতি: সংরক্ষণ আইন মানা হয়েছিল ?

মানিক ভট্টাচার্য: সংরক্ষণ আইন মানা হয়েছিল । এই ধরনের অভিযোগ নেই যে সংরক্ষণ আইন মানা হয়নি ।

বিচারপতি:অনেক মামলা চলছে । সেখানে ব্যক্তিগত কিছু আপনার বিরুদ্ধে আছে ?

মানিক ভট্টাচার্য: আমার বিরুদ্ধে কোনও ব্যক্তিগত অভিযোগ এখনও আমি শুনিনি ।

এ দিন হাইকোর্টের শেরিফকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "উনি একজন সম্মানীয় ব্যক্তি । চা দেবেন । আদালত শুধু সত্যিটা জানতে চায় । তিনি সাহায্য করেছেন ।" মানিকের বক্তব্য যতক্ষণ না অনুবাদ হচ্ছে ততক্ষণ তাঁকে চা বা ঠান্ডা পানীয় যাতে দেওয়া হয় সেই নির্দেশ দেন বিচারপতি ৷

সবশেষে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে মানিক বলেন, "আপনিই বিচার করুন ৷ সত্য সামনে আসুক ৷ সত্য সুন্দর ৷"

আরও পড়ুন:'মানিকের জুতোয় পা গলাবেন না', নতুন পর্ষদ সভাপতিকে সতর্কবার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ABOUT THE AUTHOR

...view details