কলকাতা, 13 মে: সিবিএসসির পর এবার প্রকাশ্যে এসেছে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল ঘোষণার দিন । আগামী 14 মে অর্থাৎ রবিবার দুপুর তিনটের সময় ফল প্রকাশ হবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ফল ঘোষণার পরেই ছাত্রছাত্রীরা অনলাইনে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখে নিতে পারবেন ৷ cisce.org– এই ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীদের কোর্স কোড, ইনডেক্স নম্বর, ক্যান্ডিডেট ইউআইডি এবং ক্যাপচা কোড দিতে হবে ৷ প্রকাশের পরেই এই জরুরি তথ্যগুলি দিয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারব ফলাফল ৷ পাশাপাশি ফলাফল দেখার জন্য SMS এবং Digilocker-এর ব্যবস্থাও রয়েছে ৷
Digilocker-এর মাধ্যমে কিভাবে দেখবেন? সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে। তা হল-
ধাপ 1. digilocker.gov.in ওয়েবসাইটটি খুলুন।
ধাপ 2. আপনার অ্যাকাউন্টের শংসাপত্র ব্যবহার করে লগইন করুন।
ধাপ 3. এডুকেশন ট্যাবে থাকা CISCE লিঙ্কে ক্লিক করুন।
ধাপ 4. CISCE Class 12 result 2023’ নির্বাচন করুন
ধাপ 5. আপনার মার্কশিট এখন স্ক্রিনে দেখা যাবে
ধাপ 6. ডাউনলোড করুন এবং এর প্রিন্টআউট করে নিন।