পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee Attacks BJP: 'বেটি বাঁচাও' স্লোগানের পরও দেশের মেয়েরা জ্বলছে, বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতার - তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়

মণিপুর নিয়ে 21-জুলাইয়ের মঞ্চ থেকে আরও একবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Etv Bharat
বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতার

By

Published : Jul 21, 2023, 2:02 PM IST

Updated : Jul 21, 2023, 5:27 PM IST

বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতার

কলকাতা, 21 জুলাই: মণিপুর নিয়ে 21জুলাইয়ের মঞ্চ থেকে আরও একবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বিজেপির 'বেটি বাঁচাও, বেটি পড়াও' স্লোগানকেও শুক্রবার তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ৷ মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী ঝাঁঝালো সুরে বলেন, "বেটি বাঁচাও স্লোগান দিয়েছিলেন ! বিজেপি, কোথায় গেল আপনাদের সেই স্লোগান ?" এরপরই মণিপুর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "এখন বেটিরা জ্বলছে ৷ মণিপুর জ্বলছে ৷ মহিলাদের ইজ্জত লুট করা হচ্ছে ৷ মা, বোনদের ইজ্জত লুট করা হচ্ছে ৷"

মণিপুরে দু'জন মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হতেই গর্জে উঠেছে দেশ ৷ বিজেপি এবং প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছে সবকটি বিরোধী দলই ৷ বৃহস্পতিবারই একুশের মঞ্চে প্রস্তুতি দেখতে এসে বিজেপিকে একহাত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ আর সেদিনই বোঝা গিয়েছিল, একুশের মঞ্চ থেকে এই ইস্যুতে গর্জন আরও বাড়াবেন মমতা ৷ আর এদিন বক্তব্যের কার্যত শুরুতেই মণিপুর নিয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদিকেও একাসনে বসিয়ে আক্রমণ করেন মমতা ৷ তিনি বলেন, "মণিপুরে প্রচুর মা-বোনকে হত্যা করা হয়েছে ৷ সেখানে যে নির্যাতন, যে বর্বরতা হয়েছে আদিবাসী বোনেদের উপরে, উলঙ্গ করে যেভাবে রাস্তায় হাঁটানো হয়েছে তাকে ধিক্কার ৷ তাঁরা বীরাঙ্গনা ৷ তাঁদের এই লজ্জা ব্যর্থ হবে না ৷"

এদিন মণিপুর ইস্যুতে মঞ্চেই একমিনিটের নীরবতা পালনও করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি কার্যত হুঁশিয়ারির সুরে এদিন আরও একবার বিরোধী মুখ্যমন্ত্রীরা মিলে মণিপুরে যাওয়ার বার্তা দিয়েছেন মমতা ৷ এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি ৷ একই সঙ্গে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, "বিজেপির রাজ্যে অপরাধীদের ছেড়ে দেওয়া হয় ৷ ধর্ষকদের ছেড়ে দেওয়া হয় ৷ আর বাংলাকে বদনাম করছেন, অসম্মান করছেন ৷"

আরও পড়ুন: একুশে জুলাইয়ের দিনই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার যুবক

একই সঙ্গে, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর ইস্যুতে বলতে গিয়ে রাজস্থান এবং বাংলার প্রসঙ্গ টেনেছেন, তা নিয়েও এদিন কটাক্ষ করেন মমতা ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী আপনার মনে একটুও কষ্ট হচ্ছে না ? মোদিজি একটু ভাবুন কতদিন মেয়েদের মারবেন, দলিতদের মারবেন, সংখ্যালঘুদের মারবেন ? মণিপুরের মেয়েদের নিয়ে কোনও দুঃখ হচ্ছে না ? আপনি নিজের হৃদয়কে বড় করুন ৷ আমরা মণিপুর ইস্যু ছাড়ব না মনে রাখবেন ৷"

Last Updated : Jul 21, 2023, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details