কলকাতা, 21 জুলাই: মণিপুর নিয়ে 21জুলাইয়ের মঞ্চ থেকে আরও একবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, বিজেপির 'বেটি বাঁচাও, বেটি পড়াও' স্লোগানকেও শুক্রবার তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ৷ মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী ঝাঁঝালো সুরে বলেন, "বেটি বাঁচাও স্লোগান দিয়েছিলেন ! বিজেপি, কোথায় গেল আপনাদের সেই স্লোগান ?" এরপরই মণিপুর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "এখন বেটিরা জ্বলছে ৷ মণিপুর জ্বলছে ৷ মহিলাদের ইজ্জত লুট করা হচ্ছে ৷ মা, বোনদের ইজ্জত লুট করা হচ্ছে ৷"
মণিপুরে দু'জন মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হতেই গর্জে উঠেছে দেশ ৷ বিজেপি এবং প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছে সবকটি বিরোধী দলই ৷ বৃহস্পতিবারই একুশের মঞ্চে প্রস্তুতি দেখতে এসে বিজেপিকে একহাত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ আর সেদিনই বোঝা গিয়েছিল, একুশের মঞ্চ থেকে এই ইস্যুতে গর্জন আরও বাড়াবেন মমতা ৷ আর এদিন বক্তব্যের কার্যত শুরুতেই মণিপুর নিয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদিকেও একাসনে বসিয়ে আক্রমণ করেন মমতা ৷ তিনি বলেন, "মণিপুরে প্রচুর মা-বোনকে হত্যা করা হয়েছে ৷ সেখানে যে নির্যাতন, যে বর্বরতা হয়েছে আদিবাসী বোনেদের উপরে, উলঙ্গ করে যেভাবে রাস্তায় হাঁটানো হয়েছে তাকে ধিক্কার ৷ তাঁরা বীরাঙ্গনা ৷ তাঁদের এই লজ্জা ব্যর্থ হবে না ৷"