কলকাতা, 4 এপ্রিল: প্রায় সাত বছর পর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালে । তবে সেখানে রয়েছে মাত্র 110টি পদ । ডেন্টাল সার্ভিস এবং ডেন্টাল এডুকেশন সার্ভিস-এই দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । মূলত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে ডেন্টাল সার্জেন থাকেন তাঁদের জন্য এই নিয়োগপত্র । এর পাশাপাশি যারা ডেন্টাল চিকিৎসায় শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদেরকেও নিয়োগের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে । তবে এই নিয়োগপত্র ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক ।
সম্প্রতি আর আহমেদ ডেন্টাল কলেজে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে আন্দোলন করেছিল কলেজের এসএফআই সংগঠন । তাঁদের দাবি ছিল প্রায় সাত বছর ধরে বন্ধ বিজ্ঞপ্তি । সেই বিজ্ঞপ্তি অবিলম্বে জারি করতে হবে । তবে এসবের মাঝেই বিজ্ঞপ্তি জারি করল আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল । তবে সেখানেও স্বজন পোষণ করার অভিযোগ তুলেছে এসএফআই । আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের এসএফআই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে যখন নিয়োগ হয়েছে তখন শাসকদলের অনেকেই যোগ্যতা না থাকা সত্ত্বেও তাদের নিয়োগ করা হয়েছে । এবার যাতে এই ধরনের কাজ না হয় তাই ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে । এসএফআই সংগঠনের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে । যদি কেউ কোনও প্ররোচনামূলক ফোন বা কথা বলেন তবে ওই হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য নিতে পারেন ।