পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে ফের জমবে "কফি হাউজ়ের আড্ডা" - কলকাতার খবর

কফি হাউজ় খোলা নিয়ে পরিচালন পর্ষদের সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করেন । সেখানে সিদ্ধান্ত হয়, সকাল 11টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত খোলা থাকবে কফি হাউজ় । বন্ধ থাকবে শুধুমাত্র রবিবার ।

coffee house open again from today
আজ থেকে ফের শুরু কফি হাউজ়ের আড্ডা

By

Published : Jul 2, 2020, 3:21 AM IST

কলকাতা, 2 জুলাই : তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলছে কফি হাউজ় । তবে রবিবার বন্ধ থাকবে । কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে ।

কয়েকদিন ধরেই কফি হাউজ় খোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কর্তৃপক্ষ । চলেছে স্যানিটাইজ়েশনের কাজ‌ । গতকালও চলে শেষ মুহূর্তের প্রস্তুতি । এমনকী কফি হাউজ় খোলা নিয়ে পরিচালন পর্ষদের সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করেন । বৈঠকে সিদ্ধান্ত হয়, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে কফি হাউজ় । বন্ধ থাকবে শুধুমাত্র রবিবার ।

কোরোনা সংক্রমণের জেরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । হাত স‍্যানিটাইজ় করে তবেই ভিতের প্রবেশ করা যাবে । এবার থেকে শুধুমাত্র একতলা খোলা থাকবে । ওপরের তলা বন্ধ থাকবে । টেবিলের সংখ্যা কমছে 40 শতাংশ । ব্যবহার করা হবে ডিসপোজ়েবল কাপ, প্লেট, চামচ সহ অন্য সামগ্রী । খাবারের দাম বেশ কিছুটা বাড়ছে বলে জানা গেছে ।

বিধিনিষেধ জারি থাকলেও কফি হাউজ় খোলায় অনেকেই খুশি । সামাজিক দূরত্ব বজায় রেখে আজ থেকে ফের জমবে কফি হাউজ়ের আড্ডা ।

ABOUT THE AUTHOR

...view details