কলকাতা, 2 জুলাই : তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলছে কফি হাউজ় । তবে রবিবার বন্ধ থাকবে । কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে ।
কয়েকদিন ধরেই কফি হাউজ় খোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কর্তৃপক্ষ । চলেছে স্যানিটাইজ়েশনের কাজ । গতকালও চলে শেষ মুহূর্তের প্রস্তুতি । এমনকী কফি হাউজ় খোলা নিয়ে পরিচালন পর্ষদের সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করেন । বৈঠকে সিদ্ধান্ত হয়, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে কফি হাউজ় । বন্ধ থাকবে শুধুমাত্র রবিবার ।