কলকাতা, 8 সেপ্টেম্বর: রাজ্য সামর্থ্য মত মহার্ঘভাতা (DA) দিয়েছে । কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া রাজ্যের (State Government) পক্ষে সম্ভব নয় ৷ মহার্ঘভাতা সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আবেদনে জানাল রাজ্য ।
এদিন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Advocate General) জানান, 31 অগস্ট 2018 সালে হাইকোর্ট (Calcutta High Court) ট্রাইব্যুনালকে দু'টি বিষয় ঠিক করতে নির্দেশ দিয়েছিল । নির্দেশে বলা হয়েছিল, ডিএ কর্মচারীদের অধিকার। পাশাপাশি রাজ্যের কর্মচারীও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ পাবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়। আর দিল্লির বঙ্গভবনে কর্মরত কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন সেটাও অপরিবর্তিত থাকবে কি না, তাও জানতে চাওয়া হয় । নির্দেশ সবটাই রাজ্যের বিরুদ্ধে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।
এজি আরও জানান, রাজ্যের যে কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন তাদের থেকে সেটা ফেরত নেওয়া সম্ভব নয় । কিন্তু সবাইকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় । কেন্দ্রীয় হার অনেক বেশি । রাজ্য সামর্থ্য মত 16 শতাংশ ডিএ ইতিমধ্যে দিয়ে দিয়েছে ।