পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Situation in Bengal: বৈঠকে স্বরাষ্ট্র সচিব, দু'দিন জ্বর থাকলে ডেঙ্গি পরীক্ষার পরামর্শ - স্বরাষ্ট্র সচিব

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রবিবার নবান্নে একটি পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা । সেই বৈঠক থেকে জেলাগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয় ৷

ETV Bharat
ডেঙ্গি নিয়ে বৈঠকে স্বরাষ্ট্র সচিব

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 9:27 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর:রাজ্যে ক্রমে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রবিবার নবান্নে সমস্ত জেলাগুলিকে নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা । সেই বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনসাধারণের উদ্দেশ্যে বেশকিছু পরামর্শ দিয়েছেন তিনি ৷ যার মধ্যে অন্যতম হল, 2 দিন ধরে কারও জ্বর থাকলে ডেঙ্গি পরীক্ষা করাতে হবে ৷

বর্তমানে স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু বিদেশে বসেই রাজ্যের পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি । এই অবস্থায় রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সমস্ত জেলাগুলিকে নিয়ে বৈঠকের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এদিন নবান্নে এই বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব ৷ এদিনের ভার্চুয়াল বৈঠকে যোগ দেন সমস্ত জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষরা ৷

রাজ্যের দেওয়া পরামর্শ

যদিও এই মুহূর্তে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই বলেই দাবি নবান্নের । তবে জ্বর আসলে অহেতুক দেরি না করারই পরামর্শ দেওয়া হয়েছে ৷ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে দেরি করে ডেঙ্গি পরীক্ষা করার জন্য রোগীদের অবস্থা সংকটজনক হয়ে যাচ্ছে, আর সেই কারণেই স্বরাষ্ট্র সচিবের পরামর্শ 48 ঘণ্টা জ্বর থাকলেই ডেঙ্গি পরীক্ষা করাতে হবে ৷ ডেঙ্গি আক্রান্ত রোগীদের জ্বর ও শরীরে ব্যথা থাকলে প্যারাসিটামল খেতে পারেন, তবে পেইন কিলার একদমই খাওয়া চলবে না ৷ রোগীদের পর্যাপ্ত পরিমাণ জল ও ফলের রস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এদিনের বৈঠক শেষে ৷

একইসঙ্গে এদিনের বৈঠকে ডেঙ্গি নিয়ে সামগ্রিক সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে । এক্ষেত্রে মশাবাহিত রোগের ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করা দরকার তা বজায় রাখার কথা বলা হয়েছে । যার মধ্যে রয়েছে, বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জল জমতে না দেওয়া, রাতে মশারি টাঙিয়ে শোয়া-সহ একাধিক পরামর্শ ৷ এদিন স্বরাষ্টচিব জানিয়েছেন এবার রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গির প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে । এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্ত হয়ে রাজ্যে পনেরশো জন সরকারি এবং বেসরকারি হাসপাতালে রয়েছেন । তিনি এও জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে তা এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না ৷

আরও পড়ুন: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, অগস্টে আক্রান্ত 15 হাজারের বেশি!

শহরের পাশাপাশি এবছর কয়েকটি জেলায় গ্রামীণ এলাকাতেও যে ডেঙ্গির প্রাদুর্ভাব বেশি হয়েছে তাও জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ৷ তাঁর দেওয়া তথ্য অনুসারে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি জেলার বিভিন্ন অংশকে এক্ষেত্রে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে । একইসঙ্গে তিনি এই জেলাগুলিকে সতর্ক করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন । এবছর বাংলাদেশেও ডেঙ্গির প্রাদুর্ভাব বেড়েছে, তাই সীমান্তবর্তী জেলা প্রশাসনগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে ৷

একইসঙ্গে এদিন স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, শুধু ব্যক্তিগত সমস্যা নয়, অ্যাক্সিডেন্ট-সহ যেকোনও অসুবিধায় পড়লে সাধারণ মানুষ 'সরাসরি মুখ্যমন্ত্রী'র ফোন নম্বরে সাহায্য চাইতে পারেন । এক্ষেত্রে ডেঙ্গি চিকিৎসা সংক্রান্ত সাহায্যের জন্যও এই ফোন নম্বর ব্যবহার করা যেতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details