পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেলফ ফাইন্যান্সড কলেজগুলিতে B.Ed কোর্সে ভরতি প্রক্রিয়া শুরু শুক্রবার - B.Ed

27 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া । আবেদনের জন্য ফি জমা করার শেষ তারিখ 7 ডিসেম্বর ।

B.Ed কোর্সে ভরতি প্রক্রিয়া শুরু শুক্রবার
B.Ed কোর্সে ভরতি প্রক্রিয়া শুরু শুক্রবার

By

Published : Nov 25, 2020, 10:58 PM IST

কলকাতা, 25 নভেম্বর : শুক্রবার (27 নভেম্বর) থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (WBUTTEPA) তথা রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেলফ ফাইন্যান্সিং কলেজগুলিতে শুরু হতে চলেছে B.Ed কোর্সে ভরতি প্রক্রিয়া । ওইদিন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা । 5 ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন গ্রহণ প্রক্রিয়া । গতকাল WBUTTEPA-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে ।

কেন্দ্রীয়ভাবে অধীনস্থ সেলফ ফাইন্যান্সিং কলেজগুলিতে B.Ed কোর্সে ভরতির প্রক্রিয়া পরিচালনা করে WBUTTEPA । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অভিজিৎ বিশ্বাসের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, 27 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া । আবেদনের জন্য ফি জমা করার শেষ তারিখ 7 ডিসেম্বর । এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর 11 ডিসেম্বর প্রকাশ করা হবে কলেজ ও বিষয়ভিত্তিক মেধাতালিকা । সেই মেধাতালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট কলেজে প্রার্থীদের ভরতি নেওয়ার প্রক্রিয়া চলবে 12 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত ।

For All Latest Updates

TAGGED:

WBUTTEPAB.Ed

ABOUT THE AUTHOR

...view details