পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Class XII Admission : দ্বাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা বাড়ল - দ্বাদশ শ্রেণিতে ভর্তির মেয়াদ

দ্বাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা বাড়াল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ সেই নিয়ে ব্যস্ত রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা ৷ তাই এমন সিদ্ধান্ত ৷

উচ্চমাধ্যমিক শিক্ষার্থী
উচ্চমাধ্যমিক শিক্ষার্থী

By

Published : Aug 12, 2021, 8:45 PM IST

কলকাতা, 12 অগস্ট : দ্বাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । আজ একটি বিজ্ঞপ্তি জারি করে এমন ঘোষণা করেছে তারা ।

দ্বাদশে ভর্তির মেয়াদ বাড়িয়ে করা হল 20 অগস্ট পর্যন্ত । একাদশের পড়ুয়াদের দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সময়সীমা ছিল 15 জুলাই পর্যন্ত । এবার তা বাড়ল ।

আরও পড়ুন : Covid Restriction : আপাতত বন্ধ লোকাল ট্রেন, রাজ্যে বিধিনিষেধ বাড়ল 15 দিন

করোনাকালে বাতিল হয়েছে এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । প্রাপ্ত নম্বরের মূল্যায়নের উপর ভিত্তি করে ফল প্রকাশ করা হয় । জানা গিয়েছে যে, প্রথমে মূল্যায়ন ও তারপর রিভিউ প্রক্রিয়ায় শিক্ষক-শিক্ষিকারা ব্যস্ত হয়ে পড়ায় কিছুটা সময় লেগে গিয়েছে । তাই সেই প্রক্রিয়া শেষ করে দ্বাদশের ভর্তির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ৷ এই কথা মাথায় রেখে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ । পাশাপাশি বেশ কিছু স্কুল নবীকরণের জন্য সংসদে আবেদন করেছিল । এইসব বিষয়গুলি মাথায় রেখে সংসদের এই ঘোষণা।

ABOUT THE AUTHOR

...view details