পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Water Conservation in Kolkata: জল সংরক্ষণ নিয়ে প্রশাসনের উদাসীনতায় বিপদের মুখে কলকাতা ! আশংকার বাণী বিশেষজ্ঞদের মুখে - কলকাতায় জল সংরক্ষণ

কলকাতায় জল সংরক্ষণ নিয়ে প্রশাসনের উদাসীনতায় বিপদের মুখে রয়েছে মহানগরী ৷ জল সংরক্ষণ দিবসে এমনই আশংকার বাণী শোনালেন বিশেষজ্ঞরা ৷

Water Conservation in Kolkata
Water Conservation in Kolkata

By

Published : Jul 12, 2023, 3:27 PM IST

কলকাতা, 12 জুলাই:জল ধরো জল ভরোর ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই নামে প্রকল্প আছে রাজ্য সরকারের । গ্রামবাংলায় এই প্রকল্পের বাস্তবায়ন দেখা গেলেও কলকাতায় এমন প্রকল্পের সংখ্যা শূন্য । উলটে কলকাতায় জল সংরক্ষণ নিয়ে চরম উদাসীনতাই নজরে এসেছে । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল সংরক্ষণ দিবসে বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে । ক্ষমতায় আসার পর থেকে 12 জুলাই দিনটিকে জল সংরক্ষণ দিবস হিসেবে পালন করছে রাজ্য সরকার ৷ তবে জল সংরক্ষণে সরকারি পদক্ষেপ কতটা, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা ৷

এক দিকে বাড়ছে সমুদ্রের জলস্তর আর অন্য দিকে সমুদ্র লাগোয়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও কলকাতায় কমছে মাটির নীচের জলস্তর । বিশেষ করে কলকাতায় এই ঘটনা প্রবল ভাবে ঘটছে । বিশেষজ্ঞদের আশঙ্কা, মাটি টানছে লবণাক্ত জল ৷ ফলে ভবিষ্যতে পানীয় জল বলে কলকাতার মাটির তলায় অবশিষ্ট আর কিছু থাকবে না । কারণ মাটির তলায় জল যেমন তুলে নেওয়া হচ্ছে, তার পাশাপাশি ভূগর্ভস্থ জল রিচার্জ করার কোনও পথ খোলা থাকছে না ৷ বুজে যাচ্ছে বড় বড় পুকুর, উঠছে বহুতল ।

জলাশয় বন্ধ করার মধ্যে দিয়েই বন্ধ হচ্ছে মহানগরের ভূগর্ভস্থ জলভান্ডারের রিচার্জের পথ । এ দিকে হুগলি নদীর জল তুলে তাকে পরিশোধন করে পানীয় জলে পরিণত করা হয় । একাংশের কাছে সেই জল না পৌঁছনোর জেরে একের পর এক গভীর নলকূপ লাগিয়ে জলের সংকট সামাল দিচ্ছে পৌর প্রশাসন ।

কলকাতায় বাস্তবে জল সংরক্ষণের কোনও ছবির দেখা মেলেনি । আর তার জেরে কতটা বিপদের মুখে দাঁড়িয়ে কলকাতা ? কলকাতায় কোনও জল সংরক্ষণের ব্যবস্থা নেই । পুকুর, জলাশয়গুলো কমে যাওয়ায় মাটির তলায় জলের অনুপ্রবেশ ঘটে না । উলটে বহুতলগুলি নিত্য প্রয়োজনীয় কাজের স্বার্থে পাম্প করে মাটির নীচের জল তুলে নেয় । ফলে কলকাতায় মাটির নীচে জলস্তরের তারতম্য বেশি লক্ষ্য করা যায় । মাটির ভারসাম্য যাচ্ছে । জল তুলে নেওয়াতে ঘাটতি তৈরি হচ্ছে । অন্যদিকে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় সেই জলকে মাটি টানতে শুরু করবে । মহানগরের মাটির তলার জল লবণাক্ত হয়ে যাবে ।

আরও পড়ুন:গরমে তীব্র হয়েছে জল সংকট, বৃষ্টির অপেক্ষায় চাতক রায়গঞ্জবাসী

ভূতত্ত্ববিদ সুজীব কর জানান, কলকাতায় মাটির নীচে যে পরিমাণ জল আছে তার মাত্র 1.2 শতাংশ পানীয় জল । জলস্তর কমার জেরে সেই জল ক্রমশ আর্সেনিকপ্রবণ হয়ে যাচ্ছে । ফলে জল সংরক্ষণ না করা গেলে, মাটির নীচের জলের ভারসাম্য ধরে রাখতে না পারলে, ভবিষ্যতে বড় সংকটের মুখে দাঁড়াতে হবে । আজকের দিনটি পালনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে সচেতনতা প্রচার বাড়ানো গেলে হয়তো এই সংকট খানিকটা কমবে । তিনি ক্ষোভের সুরে জানান, জল সংরক্ষণ নিয়ে আদৌ সরকার কী কিছু ভাবছে ! এই নিয়ে কোনও সচেতনতা প্রচার বা পদক্ষেপ নেই কোথাও । জল ধরো জল ভরো প্রকল্পে গ্রামের দিকে কিছু পুকুর কাটলেও শহরে পুকুর বুজিয়ে বড় বড় বাড়ি হয়েছে ।

তিনি আরও বলেন, শহর যদি পুকুরহীন হয়, তাহলে সেই শহর কিন্তু দীর্ঘজীবী হয় না । বিভিন্ন জায়গায় ধস দেখা যায় । কারণ জল না থাকায় মাটির ভারসাম্য নষ্ট হয়, তাই এমন ঘটে ।

কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক এ বিষয়ে বলেন, "কলকাতা শহরে পুকুর কটার মতো জায়গা বা অবস্থা নেই । তবে আমরা পুকুর ভরাট নিয়ে যথেষ্ট সজাগ । কোথাও এমন ঘটলে কঠিন পদক্ষেপ করা হচ্ছে । জলাশয় রক্ষায় লাগাতার কাজ করে চলেছি । বিভিন্ন জায়গায় পানীয় জলের বোস্টিং সেন্টার হচ্ছে ৷ ফলে গভীর নলকূপের ব্যবহারও ধীরে ধীরে কমছে । এই দিনে সব নাগরিকের কাছে অনুরোধ, জলাশয় যাতে কোথাও না বুজিয়ে ফেলা হয়, সে দিকে লক্ষ্য রাখুন । আর সে রকম হলে আমাদের জানান ।"

ABOUT THE AUTHOR

...view details