পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীর শুভেচ্ছা মমতার, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন - administration is careful to avoid

কলকাতা পুলিশের তরফ থেকে মহানগরে মিছিল করার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। অন্য়দিকে,মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে ছবি পোস্ট করে হনুমান জয়ন্তী উপলক্ষ্য়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Etv Bharat
মুখ্য়মন্ত্রী হনুমান জয়ন্তী উপলক্ষ্য়ে শুভেচ্ছা জানিয়েছেন

By

Published : Apr 6, 2023, 1:51 PM IST

Updated : Apr 6, 2023, 2:05 PM IST

কলকাতা, 6 এপ্রিল:রামনবমী থেকে শিক্ষা নিয়ে হনুমান জয়ন্তীতে আর ঝুঁকি নিতে রাজি হয়নি রাজ্য় প্রশাসন ৷ বরং হাইকোর্টের পরামর্শ মেনে নবান্নের তরফে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে এদিন তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সেই মতো চন্দননগর পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং কলকাতায় মোট এই তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়ন করা হয়েছে। ইতিমধ্য়েই এলাকায় রুট মার্চও শুরু করেছে বাহিনী ৷

হাওড়াী পর রিষড়া ৷ রামনবমীর মিছিল বা শোভাযাত্রাকে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ একের পর এক দোকানে ভাঙচুর চালানো হয়, আগুন লাগানো হয় গাড়ি-বাইকেও ৷ পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ ৷ কোনও অবস্থাতেই রামনবমীর সেই ঘটনার পুণরাবৃত্তি যাতে আর না ঘটে সে কারণে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য় প্রশাসন ৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরামর্শও দেয় নবান্ন ৷ বুধবার রাত থেকেই একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত নবান্ন সূত্রে খবর, কলকাতায় একবালপুর, পোস্তা-সহ একাধিক জায়গা ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর দখলে চলে গিয়েছে।

জানা গিয়েছে, হনুমান জয়ন্তী উপলক্ষ্য়ে কলকাতায় এদিন পাঁচ থেকে ছয়টি মিছিল বেরোবে ৷ এর মধ্যে দু'টি শোভাযাত্রা হাওড়ার দিক থেকে এসে বড়বাজার ও পোস্তায় শেষ হবে। অন্য় আর একটি শোভাযাত্রা ভূতনাথ মন্দির থেকে শুরু হবে বলে খবর। পাশাপাশি বন্দর এলাকা থেকেও একটি মিছিল হওয়ার কথা আছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এদিন হনুমান জয়ন্তীর যে সব মিছিল হবে সেই সবগুলির ভিডিওগ্রাফি করতে হবে। এমনকি পুলিশদের বডি ক্য়ামেরা আজ বাধ্য়তামূলক করা হয়েছে ৷

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হনুমান জয়ন্তীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকে ছবি দিয়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান তিনি। তৃণমূলের তরফে টুইট করেো শুভেচ্ছা জানানো হয়েছে ৷ পাশাপাশি হনুমান জয়ন্তীতে যাতে কোনওভাবে অশান্তি না ছাড়ায় এবং নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য সতর্ক রাজ্যের স্বরাষ্ট্র দফতর। নবান্ন সূত্রে খবর, স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে প্রত্যেক পুলিশ জেলা ও পুলিশ থানাকে সতর্ক করা হয়েছে। স্পর্শকাতর এলাকাতে আগেভাগে 144 ধারাও জারি করা হয়েছে। একই সঙ্গে ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।

আরও পড়ুন: মানুষের জন্য সাংবিধানিক দায়িত্ব পালনে হনুমান জয়ন্তীতে আচমকাই পথে রাজ্যপাল

কলকাতা পুলিশের তরফ থেকে মহানগরের মিছিল করার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, মিছিলে কোনও অস্ত্র রাখা যাবে না ৷ সমস্ত আবেদন যেহেতু গ্রহণ করা হয়েছে অনলাইনে। তাই অনলাইন মারফত মিছিলের আগে ডুস এন্ড ডোন্টস-এর তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। কোনওভাবেই সেই নির্দেশ অমান্য করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। প্রসঙ্গত, রামনবমীর ঘটনার পর যে কোনও ধরনের অশান্তি রুখতেই অত্যন্ত তৎপর নবান্ন। এক্ষেত্রে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন থেকে সবটাই নজরদারি করা হচ্ছে। একইভাবে পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সুতরাং এটা স্পষ্ট যে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে কোনও আপস করতে চাইছে না রাজ্য সরকার। তাই হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন।

Last Updated : Apr 6, 2023, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details