পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসার ঘটনায় অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের - ভোট পরবর্তী হিংসা

এবার ভোট পরবর্তী হিংসার মামলায় গায়িকা তথা বিধায়ক অদিতি মুন্সির (Aditi Munshi) স্বামী দেবনাথ চক্রবর্তীকে (Debraj Chakraborty) সিজিও কমপ্লেক্স তলব করল সিবিআই ।

CBI Summoned
অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের

By

Published : Oct 18, 2022, 10:57 AM IST

Updated : Oct 18, 2022, 11:54 AM IST

কলকাতা, 18 অক্টোবর: এবার ভোট পরবর্তী হিংসার (Post Post poll violence) মামলায় গায়িকা তথা বিধায়ক অদিতি মুন্সির (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty) তলব করল সিবিআই (Central Bureau of Investigation) ।

জানা গিয়েছে, মঙ্গলবার বেলা বারোটা নাগাদ তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে । বাগুইআটি থানায় এলাকায় বিধানসভা নির্বাচনের পর সেখানকার বাসিন্দা প্রসেনজিৎ দাসের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয় । সেই মামলায় নিহতের পরিবারের অভিযোগ করে যে তাঁকে খুন করা হয়েছে ।

একই সঙ্গে তাঁদের অভিযোগ, খুনের ঘটনায় যুক্ত রয়েছেন অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী । আদালতের হস্তক্ষেপে ভোট পরবর্তী হিংসার মামলার ঘটনায় তদন্তভার চলে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে । সেই ভিত্তিতেই এবার দেবরাজ চক্রবর্তীকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে । তাঁর বক্তব্যও রেকর্ড করা হতে পারে ।

আরও পড়ুন:2 দিনের ভারত সফরে জাতিসংঘের মহাসচিব, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) দমদম সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি । রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi) তাঁর স্ত্রী । জানা গিয়েছে, 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর ছড়ায় । বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের ওপর হামলা ও হত্যার অভিযোগ ওঠে । যা ঘিরে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি । সেইসময় হরিচাঁদ গুরুচাঁদ পল্লীতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তির । গোটা ঘটনার পর থেকেই পরিবারের অভিযোগ ছিল প্রসেনজিৎবাবুকে খুন করা হয়েছে ।

পরে সেই ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে । তদন্তে নেমে সিবিআই গোয়েন্দারা প্রসেনজিৎ দাসের মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন । যেখান থেকে প্রসেনজিৎ দাসের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনাস্থল ঘুরে দেখেন সিবিআই-এর আধিকারিকরা ৷ এরপরেই মঙ্গলবার বেলা বারোটা নাগাদ দেবরাজ চক্রবর্তীকে (Debraj Chakraborty) ডেকে পাঠায় সিবিআই ।

Last Updated : Oct 18, 2022, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details