কলকাতা, ১১ অগাস্ট : কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে ধ্রুপদী ভাষার তালিকায় বাংলার নাম নেই । বাংলাকে সেই মর্যাদা দেওয়ার দাবিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন অধীর চৌধুরি । ধ্রপদী ভাষার তালিকায় বাংলাকে জায়গা করে দেওয়ার দাবিতে রাজ্য সরকারের তৎপরতা চেয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন তিনি ।
চিঠিতে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বাংলা ভাষার মর্যাদার প্রশ্নে তৎপর হওয়া । কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জোর সওয়াল করবেন বলেও চিঠিতে আশা প্রকাশ করেন অধীরবাবু ।
বাংলা ভাষার ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে চিঠিতে লেখেন, ''আপনি জানেন বাংলা ভাষা হাজার বছরেরও প্রাচীন । এই ভাষার সাথে জড়িত রয়েছে ঐতিহ্যবাহী সংস্কৃতি । বঙ্গভূমিই ভারতের নবজাগরণের উৎসস্থল ।''