কলকাতা, 18 মে: কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চিত করছে। গত কয়েক মাস ধরে এমনই অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ সেই সুরে সুর মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ এবার এগরা বিস্ফোরণ কাণ্ডের দায় চাপাতে গিয়ে সেই কেন্দ্রের বঞ্চনাকেই টেনে এনেছে তৃণমূল নেতৃত্ব। আর এই ইস্যুতেই বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের কড়া ভাষায় সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই সঙ্গে, বকেয়া টাকা আদায়ে সুপ্রিমকোর্টে মামলা করার পরামর্শও দিয়েছেন অধীর চৌধুরী ৷
এদিন এগরা বিস্ফোরণ কাণ্ডের সাফাই দিতে গিয়ে তৃণমূল কংগ্রসের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্টতই দাবি করেন, কেন্দ্র টাকা দিচ্ছে না তাই বাধ্য হয়ে সাধারণ মানুষকে বিপজ্জনক কাজ করতে হচ্ছে ৷ প্রকারান্তরে তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের বকেয়া টাকার জন্যই এতগুলি মানুষের মৃত্যু হয়েছে ৷ যার পালটা তৃণমূল কংগ্রেসের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, "বাংলা কেন বকেয়া টাকা পাচ্ছে না ? কেন সুপ্রিম কোর্টে দরবার করেনি? সৎ ও স্বচ্ছ হলে কেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা করছেন না? আমরা আপনাকে চ্যালেঞ্জ করছি দিল্লিতে অবস্থান করুন, আমি যোগ দেব। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা করুন। কেন বাংলার মানুষকে 100 দিনের কাজের উপর নির্ভর করিয়েছেন?" তাঁর দাবি, উত্তরপ্রদেশ সরকার 100 দিনের কাজের ব্যবস্থা করলেও বাংলা তা করতে পারেনি। এরপরই মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুগপৎ নিশানা করে অধীরের বক্তব্য, "দিদিমণি ডিএ দেব না বলছেন ! চোরদের বাঁচাতে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন। অপরাধকে রাজ্যে আপনি বৈধ করছেন। লুঠকে বৈধ করেছেন। পুলিশ অপরাধী বাঁচাতে ময়দানে নেমেছে। সরকারি খুনিদের বাঁচাতে ময়দানে নেমেছে। এর থেকে নির্লজ্জতা আর কী হতে পারে?"