কলকাতা, 22 ফেব্রুয়ারি: বাংলার প্রদেশ কংগ্রেস থেকে নির্বাচিত ও মনোনীত এআইসিসি সদস্যদের তালিকা নিয়ে মঙ্গলবার সকাল থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে ৷ এমনকী, এই ইস্যুতে বেনজিরভাবে সরব হতে দেখা গিয়েছে যুব কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচিকে ৷ সামাজিক মাধ্যমে 'স্তাবকতা'র প্রসঙ্গ তুলে কঠোর সিদ্ধান্ত নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি ! এই প্রেক্ষাপটে দলীয় নেতা ও কর্মীদের ক্ষোভ প্রশমন করতে দিল্লিতে হাইকম্য়ান্ডকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury Letter to AICC) ! দলীয় সূত্র মারফত এই তথ্য সামনে এসেছে ৷
ছত্তিশগড়ের রায়পুরে জাতীয় কংগ্রেসের প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই অনুষ্ঠানের আগেই যাতে বাংলা থেকে নির্বাচিত ও মনোনীত এআইসিসি সদস্যদের তালিকা সংশোধন করে তালিকা থেকে বাদ পড়া নেতাদের পুনরায় তালিভুক্ত করা যায়, দিল্লির কাছে চিঠি পাঠিয়ে অধীর নাকি সেই চেষ্টাই করেছেন ৷ কারণ, তা না-হলে ভোটমুখী বাংলায় সংগঠনে ভাঙন ঠেকানো কঠিন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে কৌস্তভ ইতিমধ্য়েই জানিয়ে দিয়েছেন, তিনি স্তাবকতা করতে পারবেন না ৷ উলটে স্তাবকতার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন তিনি ! তাঁর বক্তব্য, তিনি এর শেষ দেখে ছাড়বেন ! কিন্তু, এই প্রেক্ষাপটে দল যদি তাঁকে বহিষ্কার করে ? এমন প্রশ্নের উত্তরে কৌস্তভের পালটা হুঁশিয়ারি, "ক্ষমতা থাকলে ওঁরা পদক্ষেপ করুন ৷ তেমনটা হলে দলে থেকেই পালটা ব্যবস্থা নেব ৷ "