কলকাতা, 15 মার্চ: লোকসভায় বিরোধীদের কোনও ভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না । এমনকি বিরোধীদের টেবিলের সামনে থাকা মাইক মিউট করে রাখা হচ্ছে । বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (LS Speaker Om Birla) এই নিয়ে চিঠি লিখে দ্বিতীয়বার অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Congress MP Adhir Ranjan Chowdhury) । তাঁর আরও অভিযোগ, "বিজেপি সরকারের মন্ত্রীরাও নানাভাবে বিরোধীদের কথা বলতে দেওয়ার সুযোগ বানচাল করে দিচ্ছে ।"
বুধবার সন্ধ্যায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে পাঠানো চিঠিতে অধীর লিখেছেন, "ভারাক্রান্ত হৃদয় এবং গভীর যন্ত্রণার সঙ্গে আমি আপনাকে এই দ্বিতীয় চিঠিটি লিখছি সংসদে সরকারী পৃষ্ঠপোষকতায় ব্যাঘাতের বিষয়ে । 13 মার্চ বিরতির পরে অধিবেশন পুনরায় শুরু হওয়ার পর থেকে সংসদে সরকার দ্বারা ব্যাঘাত ঘটছে । যা আমার কাছে মনে হচ্ছে যেন ক্ষমতায় থাকা দলের পক্ষ থেকে বিরোধী দলের শ্রেষ্ঠ সদস্য রাহুল গান্ধির (Rahul Gandhi) ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে । মন্ত্রীরাও সোচ্চার হয়ে কার্যধারা ব্যহত করার জন্য নেতৃত্ব দেন । বিরোধী দলের নেতাদের কণ্ঠস্বর একেবারেই শোনা যাচ্ছে না ।"