কলকাতা, 5 নভেম্বর : রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি
শোকবার্তায় অধীর লিখেছেন, সুব্রত মুখোপাধ্যায়, আমাদের প্রিয় সুব্রতদা যাঁর সঙ্গে গত 1 নভেম্বরেও কলকাতার পিজি হাসপাতালে দেখা করে এলাম, গল্প করলাম, সে আর নেই ভাবতে পারছি না । বাংলার কংগ্রেস রাজনীতির ত্রিমূর্তি― প্রিয়, সুব্রত, সোমেন এক এক করে চলে গেলেন । একজন আউটস্টান্ডিং লেজিসলেটর, একজন দক্ষ প্রশাসক, একজন হাসিখুশি-খোলামেলা অথচ বিজ্ঞ রাজনীতিবিদের নাম সুব্রত মুখোপাধ্যায় । তাঁর আত্মার শান্তি কামনা করি । তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ।