মোদিকে মমতার কাছের বন্ধু বললেন অধীর কলকাতা, 2 মে: জাতীয় স্তরে তৃণমূলের অবস্থান প্রসঙ্গে সিপিএমের সুরেই গলা মেলাল কংগ্রেসের । তৃণমূল বিজেপির সব চেয়ে কাছের বন্ধু বলেই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তিনি মঙ্গলবার দুপুরে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে সাংবাদিক সম্মেলন করেন । সেই সভায় এক প্রশ্নের উত্তরে অধীর বলেন, "বিজেপির সহযোগী আঞ্চলিক দল তৃণমূল, মোদির কাছের বন্ধু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"
রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আরএসএস এর সংগঠন বেড়েছে । সেই প্রসঙ্গ তুলে অধীরের বক্তব্য, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ক্ষমতায় আসার পর সিপিআইএম ও কংগ্রেসের একের পর এক পার্টি অফিস ভাঙা হয়েছে ৷ না হয় দখল করা হয়েছে । আর হুহু করে আরএসএস এর সংগঠন বেড়েছে । 2011 সালের আগে আরএসএস এর কতগুলি শাখা ছিল ? আজ কতগুলো শাখা বেড়েছে ? তথ্য দিক সরকার । মোদি-মমতার ভিতরকার সম্পর্ক জানা দরকার । এই মুহূর্তে বিজেপির সব চেয়ে কাছের আঞ্চলিক দল তৃণমূল । আর মোদির কাছের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় ।"
রাজ্যে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ 35টি লোকসভা আসনের দাবি করেছেন । এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 42 এ 42-এর স্বপ্ন দেখেছিলেন । সেই প্রসঙ্গ টেনে অধীরের বক্তব্য, "গাছে কাঠাল গোঁফে তেল । 240 এর বদলে 420 হতে পারে । 42+35 যোগ করে দেখুক । অমিত শাহের সঙ্গে দিদিমণি আলোচনা করে আসন বাড়াক ।"
বাংলায় ইডি-সিবিআই অভিযান, তদন্ত হলে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে কংগ্রেস । এই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । এ প্রসঙ্গে অধীরের প্রতিক্রিয়া, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভাষণে বাংলায় যোগী আদিত্যনাথের নীতি রূপায়ণ করার চেষ্টা করছেন । ইডি-সিবিআই দিদির আদর্শ । আমরা কোর্টে গিয়েছি । ইডি সিবিআই সঠিক তদন্ত করলে দিদি খোকাবাবু কথায় থাকতেন । এখন তো সব ছেড়ে তিহার চলো স্লোগান চলছে । এখনকার বিচারকদের সক্রিয় হস্তক্ষেপে সম্ভব হয়েছে । তাই, বলি আম আর আমড়া এক করবেন না । আপনারা চোর সেটা আপনাদের দলের নেতারা বলছেন । আপনারা দুর্নীতি করছেন আপনার দলের নেতারা বলছেন । আগে নিজের ঘর সামলান ।"
আরও পড়ুন:24-এর লোকসভা নির্বাচন 'পরিবর্তনের ভোট', বিরোধীদের জোটবার্তা মমতার