কলকাতা, 31 মে: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর দাবি, সুজয়কৃষ্ণ ভদ্র শুধুমাত্র লেনদেনের বিষয়টাই দেখতেন না, টাকাকে ডলারে পরিণত করার মাস্টার ছিলেন । আর দুর্নীতি থেকে বাঁচতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করছেন । বুধবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে এমনটাই দাবি করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ।
অধীর চৌধিরী বলেন, "ডলার কনভার্ট মাস্টার কালীঘাটের কাকু । যাঁরা মনে করছিলেন দূরে আছি, তাঁরা এখন চিন্তায় আছেন । খোকাবাবুদের বাড়িতে তল্লাশি হতে পারে । তাই টাকা বিদেশে পাঠাতে পারে । নজর রাখতে হবে ।"
এরপরেই বিজেপির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং তত্ত্বের ব্যাখ্যায় ক্রোনোলজি তুলে ধরেন বহরমপুরের সাংসদ । তিনি বলেন, "খোকাবাবুর সঙ্গে বিজেপির চুক্তি হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে । দিল্লিতে সাড়ে নয় ঘণ্টার জিজ্ঞাসাবাদে পর প্রথমেই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন । 25 সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠকে সারা দেশ জুড়ে প্রতিবাদের সিদ্ধান্ত হয়েছিল । দিদি করলেন না । 2021 সালের 9 সেপ্টেম্বরের পর সুর বদলে গেল । দিদিমণি খোকাবাবুর সুর পালটে গেল । তারপর তৃণমূল দলের গ্রেফতারি বেড়ে গেলে । এতকিছুর পরেও বিজেপির সর্বভারতীয় কেউ কিছু বলে ?"