পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ফের অধীর ? শুরু জল্পনা - Adhir Chowdhury can be Provincial Congress President

দ্বিতীয়বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি হতে পারেন অধীর চৌধুরি । গতকাল AICC-র বৈঠকের পর এনিয়ে জল্পনা শুরু হয়েছে ।

Provincial congress president
অধীররঞ্জন চৌধুরি

By

Published : Aug 25, 2020, 9:21 AM IST

কলকাতা, 25 অগাস্ট : কে হবেন পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি ? সোমেন মিত্রের মৃত্যুর পর থেকে এনিয়ে জল্পনা চলছে । যদিও এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC ৷ গতকাল AICC-র একটি বৈঠক হয় । সূত্রের খবর , দ্বিতীয় বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি হতে পারেন অধীর চৌধুরি । এদিকে উত্তরবঙ্গের কার্যকরী সভাপতি এবং দক্ষিণবঙ্গের কার্যকরী সভাপতি হতে পারেন যথাক্রমে শংকর মালাকার ও নেপাল মাহাত ।

সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার জন্য নিজের নাম প্রস্তাব করেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য । তিনি AICC-র অন্যতম সম্পাদক কে সি বেণুগোপালের কাছে এই আবেদন জানিয়েছেন । প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, গৌরব গগৈয়ের কাছেও প্রদীপ ভট্টাচার্য তাঁর নিজের নাম এবং উত্তরবঙ্গের নকশালবাড়ির বিধায়ক শংকর মালাকারের নাম প্রস্তাব করেছেন । গৌরব গগৈ সেই নাম জমা দেবে AICC-র কাছে ।

যদিও রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অনেকেই চাইছে না এই বয়সে প্রদীপ ভট্টাচার্য সভাপতি হন । একজন পূর্ণ সময়ের প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি জানিয়েছে তারা ।

সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরে প্রদীপ ভট্টাচার্যের দিল্লিতে অবস্থান নিয়ে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে মধ্যে ইতিমধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে । এদিকে রাজ্যসভা শুরু হলে দিল্লিতে ব্যস্ত থাকবেন প্রদীপ ভট্টাচার্য । অতীতে একাধিকবার দেখা গেছে প্রদীপ ভট্টাচার্য দিল্লিতে অতিরিক্ত সময় দিয়ে ফেলেছেন । সেই কারণেই প্রদেশ নেতৃত্ব চাইছে, সংগঠনের জন্য অতিরিক্ত সময় দিতে পারবেন এরকম কাউকে সভাপতি করা হোক । অধীর চৌধুরি অতীতেও সাংসদ থাকাকালীন পূর্ণ সময়ের জন্য প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলেছেন । সেক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য অধীর চৌধুরি প্রদেশ কংগ্রেস সভাপতি হতে পারেন বলে শোনা যাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details